ঝিনাইদহে উগ্রবাদী আস্তানায় অভিযানের সমাপ্তি
ঝিনাইদহ সদর উপজেলার চুয়াডাঙ্গা গ্রামে দুটি সন্দেহভাজন উগ্রবাদী আস্তানায় আজ বুধবার দ্বিতীয় দিনের অভিযান শেষে তা সমাপ্ত করা হয়েছে। পাশাপাশি ওই এলাকায় জারি করা ১৪৪ ধারাও উঠিয়ে নেওয়া হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে অভিযানের সমাপ্তি ঘোষণা করেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৬-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার রফিকুল ইসলাম। গতকাল মঙ্গলবার রাতের বিরতির পর আজ বুধবার সকাল পৌনে ৯টার দিকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা ঘটনাস্থলে এসে কাজ শুরু করেন।
সাড়ে ১১টার দিকে র্যাব-৬-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার রফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, সেখান থেকে নতুন করে কোনো কিছু পাওয়া যায়নি। গতকাল মঙ্গলবার ওই আস্তানা ঘেরাও করে দিনভর অভিযান চালায় র্যাব। পরে সন্ধ্যা ছয়টার দিকে অভিযান স্থগিতের পর আজ আবার অভিযান শুরু হয়। গতকাল অভিযানে ওই দুই আস্তানার পাঁচটি স্থান থেকে ২টি সুইসাইড ভেস্ট,৫টি শক্তিশালী বোমা, ১৮টি ডিনামাইট স্টিক, বোমা তৈরির ১৮৬টি পিভিসি সার্কিট, চার ড্রাম রাসায়নিক দ্রব্য ও একটি অ্যান্টিমাইন উদ্ধার করা হয়েছে বলে র্যাব জানিয়েছে।
No comments