বিচারকের খাবারে তেলাপোকা: ছয় লাখ টাকা জরিমানা
রাজধানীর নগর ভবনের ক্যান্টিনের খাবারে তেলাপোকা পাওয়া গেছে। এ ঘটনায় ক্যান্টিন মালিক কাজী মো. সুমন ও ম্যানেজার ইয়াছিনকে তিন লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। অনাদায়ে তাদের ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। মঙ্গলবার স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র সহকারী বিচারক মো. মাহবুব সোবহানীর আদালতে এ জরিমানা করা হয়। জানা যায়, মঙ্গলবার নগর ভবনের দশমতলায় অবস্থিত স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র সহকারী বিচারক মো. মাহবুব সোবহানী ওই ভবনের ছয়তলার ক্যান্টিন থেকে খাবার আনান। এ সময় তার খাবারে তেলাপোকা পাওয়া যায়। পরে তিনি সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের ডাকেন। স্বাস্থ্য পরিদর্শক মাহমুদুল হাসান আনসারী ক্যান্টিন পরিদর্শন করে এর সত্যতা পান।
No comments