ঝিনাইদহে 'জঙ্গি আস্তানা'য় অভিযান সমাপ্ত
ঝিনাইদহের সদর উপজেলায় 'জঙ্গি আস্তানা' সন্দেহে ঘিরে রাখা দুটি বাড়িতে অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘোষণা দেন র্যাব-৬ এর কমান্ডার খন্দকার রফিকুল ইসলাম। তিনি জানান, এদিন বাড়ি থেকে উদ্ধার করা সুইসাইড ভেস্ট নিষ্ক্রিয় করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে স্থানীয় র্যাব ক্যাম্পে ব্রিফিং করা হবে। সকাল পৌনে ৯টার দিকে মঙ্গলবারের স্থগিত অভিযান শুরু করে র্যাবের বোমা নিষ্ক্রিয়কারী ও কমান্ডো দল।
এর আগে জঙ্গি আস্তানার সন্ধান পাওয়ার পর মঙ্গলবার ভোর থেকে বাড়ি দুটিতে অভিযান চালায় র্যাব। সন্ধ্যা পর্যন্ত পরিচালিত অভিযানে সেখান থেকে দুটি সুইসাইড ভেস্ট, ৫টি বোমা, ১৫টি মাইন তৈরির সরঞ্জাম, ৩০টি বোমা তৈরির ডিভাইস, ৪টি কনটেইনার, ১৮টি বোমা তৈরির জেল এবং ১৮৬টি সার্কিট উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। বাড়ি দুটি ঝিনাইদহ জেলা শহর থেকে ২ কিলোমিটার দূরে সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের চুয়াডাঙ্গা গ্রামে। বাড়ি দুটি মহেশপুরে নিহত নব্য জেএমবি তুহিন ও তার চাচা মতিয়ার রহমানের ছোট ছেলে প্রান্তর।
No comments