অভিনেত্রী থেকে নেত্রী
এক সময়ের জনপ্রিয় টিভি অভিনেত্রী শমী কায়সার। জনপ্রিয়তা থাকা সত্ত্বেও এখন অভিনেয় একেবারেই নেই তিনি। বিশেষ দিবসে বিভিন্ন টিভি অনুষ্ঠানে হাজির হতে দেখা যায় তাকে। সেটিও প্রিয় মানুষদের একান্ত অনুরোধে। তবে অভিনয়ে না থাকলেও নিজের ব্যবসা প্রতিষ্ঠান ধানসিঁড়ি নিয়েই ব্যস্ততার শেষ নেই তার। এ ব্যস্ততাই ব্যবসায়ী মহলে নেতৃত্বের আসনে বসাল এ তারকাকে। সম্প্রতি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের ২০১৭-১৯ মেয়াদের নির্বাচনে পরিচালক পদে ১০৭৭ ভোট পেয়ে বিজয়ী হন তিনি। এর আগে শমী কায়সার ই-কমার্সভিত্তিক একটি সংগঠন থেকে এফবিসিসিআইয়ের সাধারণ পরিষদের সদস্য ও ভোটার হয়েছেন। এরপরই হলেন নেতা। এ প্রসঙ্গে শমী কায়সার বলেন, ‘এ বিজয় আমার ব্যবসায়ী জীবনের দীর্ঘ পরিশ্রমের ফসল। আর শুভাকাক্সক্ষী ব্যবসায়ীরা ভোট দিয়ে আমাকে জয়ী করেছেন। আশা করছি, আমার সেক্টর ই-কমার্স ব্যবসায় উন্নতি করাসহ ব্যবসায়ীদের সার্বিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করব।’ আসন্ন ঈদে কোনো টিভি অনুষ্ঠানে দেখা যাবে কি না জানতে চাইলে এ তারকা বলেন, ‘আপাতত এমন কোনো বিষয়ে কথা হয়নি। এখন তো ব্যবসায়িক ব্যস্ততা নিয়েই দিন যাচ্ছে। এখানেই এখন সময় দিতে চাচ্ছি।’
No comments