১৪ বছরেই স্মাতক!
টেক্সাস ক্রিশ্চিয়ান বিশ্ববিদ্যালয় (টিসিইউ) থেকে সবচেয়ে কম বয়সে স্মাতক সম্পন্ন করে রেকর্ড গড়েছেন কারসন উই ইও। তিনি মাত্র ১৪ বছর বয়সে এ ডিগ্রি অর্জন করেন। খবর এপির। গত রোববার বিশ্ববিদ্যালয় থেকে ২ হাজার শিক্ষার্থীকে স্মাতক ডিগ্রি দেয়া হয়। এর মধ্যে কারসনের বয়স ছিল সবচেয়ে কম। তার প্রধান বিষয় ছিল পদার্থ বিজ্ঞান। আর গণিত এবং চাইনিজ ছিল ঐচ্ছিক বিষয়। কারসেন ২০১৩ সালে ১১ বছর বয়সে টিসিইউ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।
একটি ম্যাগাজিনকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, 'আমি এমন অনেক প্রিয় বিষয় এখান থেকে শিখেছি, যা আগে জানতাম না। এমনকি জানতামও না যে, এসবের অস্তিত্ব আছে।' কারসেন নিজেকে একজন অতিসাধারণ শিক্ষার্থী বর্ণনা করে কোয়ান্টাম তত্ত্বে উচ্চতর ডিগ্রি নেয়ার আগ্রহের কথা জানান। এর আগে মাত্র ১০ বছর বয়সে গ্র্যাজুয়েট করে রেকর্ডের প্রথমে আছেন মাইকেল কে. কারনেই।
No comments