পার্বতীপুরে ট্রেন লাইনচ্যুত, ৩ ঘণ্টা চলাচল বন্ধ
দিনাজপুর-ঢাকা রেলপথে চলাচলকারী আন্তনগর দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি গতকাল বুধবার সকালে পার্বতীপুরে লাইনচ্যুত হলে পার্বতীপুর-দিনাজপুর ও পার্বতীপুর-সৈয়দপুর পথে তিন ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এসে লাইনচ্যুত ইঞ্জিনটি উদ্ধার করলে বেলা পৌনে ১১টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় লালমনিরহাট রেলওয়ে বিভাগের পক্ষ থেকে একটি এবং পাকশী রেলওয়ে বিভাগের পক্ষ থেকে আরও একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকাল পৌনে আটটার দিকে দিনাজপুর-ঢাকার মধ্যে চলাচলকারী আন্তনগর দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি পার্বতীপুরে ঢোকার সময় পার্বতীপুর রেল জংশনের এম এল-১২ পয়েন্টে ট্রেনটির ইঞ্জিন ও তিনটি বগি লাইনচ্যুত হয়। ফলে পার্বতীপুর-দিনাজপুর ও পার্বতীপুর-সৈয়দপুর রেলপথে সৈয়দপুর থেকে খুলনাগামী রূপসা এক্সপ্রেস ট্রেন ও চিলাহাটি-খুলনার মধ্যে চলাচলকারী রকেট মেইল ট্রেন এবং পার্বতীপুর-পঞ্চগড়ের মধ্যে চলাচলকারী কাঞ্চন এক্সপ্রেস ট্রেন চলাচল তিন ঘণ্টা বিলম্বিত হয়। পার্বতীপুর রেলস্টেশনের মাস্টার শোভন রায় জানান, ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় চার সদস্যের একটি তদন্ত দল গঠন করা হয়েছে।
No comments