মামলা মহানগর দায়রা জজ আদালতে স্থানান্তর
সিলেটের কলেজছাত্রী খাদিজা বেগম হত্যাচেষ্টা মামলার আদালত পরিবর্তন করা হয়েছে। মুখ্য মহানগর বিচারিক হাকিম আদালত থেকে মামলাটি গতকাল বুধবার মহানগর দায়রা জজ আদালতে স্থানান্তর করা হয়। সরকারপক্ষের আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে মুখ্য মহানগর বিচারিক হাকিম মো. সাইফুজ্জামান হিরোর আদেশে মামলাটি মহানগর দায়রা জজ আদালতে স্থানান্তর করা হয়। এ আদালতে গত রোববার মামলার ৩৭ জন সাক্ষীর মধ্যে সর্বশেষ সাক্ষী হিসেবে খাদিজার সাক্ষ্য গ্রহণের পর গতকাল যুক্তিতর্কের তারিখ ধার্য করা হয়েছিল। মামলা স্থানান্তর হওয়ায় যুক্তিতর্কও পেছাল। মহানগর দায়রা জজ আদালতে ৫ মার্চ মামলার যুক্তিতর্কের তারিখ নির্ধারণ করা হয়েছে। মহানগর বিচারিক হাকিম আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি মাহফুজুর রহমান প্রথম আলোকে বলেন, গতকাল যুক্তিতর্ক শুরুর প্রাক্কালে সরকারপক্ষের আইনজীবীরা মামলার একমাত্র আসামির সর্বোচ্চ সাজা হওয়ার পক্ষে মত দিয়ে যাবতীয় প্রমাণ উপস্থাপন করেন।
বিচারক এ বিষয়টি আমলে নিলে সরকারপক্ষের আইনজীবীরা আসামির সর্বোচ্চ সাজা নিশ্চিত করতে মুখ্য মহানগর বিচারিক হাকিম আদালত থেকে মহানগর দায়রা জজ আদালতে স্থানান্তর করার আবেদন করেন। এ নিয়ে শুনানি শেষে বিচারক স্থানান্তরের আদেশ দেন। এর আগে মুখ্য মহানগর বিচারিক হাকিম আদালতে যুক্তিতর্কের জন্য মামলার একমাত্র আসামি বদরুল আলমকে আদালতে হাজির করা হয়েছিল। মামলা স্থানান্তরিত হওয়ায় বদরুলকে আবার কারাগারে পাঠানো হয়। সরকারপক্ষের আইনজীবীরা জানিয়েছেন, মহানগর বিচারিক হাকিম আদালতে আসামির সর্বোচ্চ সাজা দেওয়ার এখতিয়ার না থাকায় উচ্চ আদালতে মামলা স্থানান্তর প্রক্রিয়ায় এটি মহানগর দায়রা জজ আদালতে স্থানান্তর করা হয়েছে। নতুন এ আদালতে আগামী রোববার মামলার যুক্তিতর্ক উপস্থাপন করবেন আইনজীবীরা। যুক্তিতর্ক শেষ হলে ওই দিনই রায় ঘোষণার তারিখ ধার্য হতে পারে।
No comments