হোয়াইট হাউসে বোমাসহ গাড়িচালক আটক
ওয়াশিংটনে
মার্কিন প্রেসিডেন্টের সরকারি আবাস হোয়াইট হাউসের নিরাপত্তা চেকপোস্টে
বোমাসহ একটি গাড়ি জব্দ করা হয়েছে। এসময় গাড়ির চালককে আটক করা হয়। ঘটনার পর
হোয়াইট হাউস ও আশপাশের এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে। মার্কিন সিক্রেট
সার্ভিসের দু’জন কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে সিএনএন। শনিবার রাত
১১টার দিকে হোয়াইট হাউসসংলগ্ন নিরাপত্তা চেকপোস্টে একজন সন্দেহভাজন
ব্যক্তিকে শনাক্ত করা হয়। তিনি জানান, তার গাড়িতে বোমা রাখা আছে। তখনই তাকে
আটক করা হয়। ঘটনার সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ছিলেন
না। আটককৃতের নাম জানাতে পারেনি সিএনএন। এমনকি তল্লাশির পরে তার গাড়িতে
আদতেই বোমা মিলছে কিনা তাও নিশ্চিত নয়। এ বিষয় তদন্ত চলছে বলে সিক্রেট
সার্ভিস জানিয়েছে। হোয়াইট হাউসের পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু
জানানো হয়নি।
ঘটনার পর পরই হোয়াইট হাউস ও সংলগ্ন এলাকার নিরাপত্তা ব্যবস্থা
জোরদার করা হয়। আশপাশের বেশ কয়েকটি রাস্তা বন্ধ করে দেয়া হয়। এ সময়
প্রেসিডেন্ট ট্রাম্প ফ্লোরিডায় তার মালিকানাধীন বিলাসবহুল মার-এ-লাগো গলফ
রিসোর্টে অবস্থান করছিলেন। একই দিন সকালে হোয়াইট হাউসের সামনে সাইকেল রাখার
স্ট্যান্ড টপকে ভেতরে প্রবেশের চেষ্টা করেন এক যুবক। তখনই তাকে আটক করা
হয়। সেসয় তিনি নিরস্ত্র ছিলেন। এর আগে ১০ মার্চ কঠোর নিরাপত্তা ব্যবস্থা
এড়িয়ে হোয়াইট হাউসের দক্ষিণের সীমানা প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে আটক হন
ক্যালিফোর্নিয়ার যুবক জোনাথন ট্রান। তিনি নিরস্ত্র অবস্থায় প্রায় ১৫ মিনিট
হোয়াইট হাউসের বাগানে অবস্থান করেন। তবে মূল ভবনে ঢুকতে পারেননি। ট্রান
যখন সেখানে অবস্থান করছিলেন, তখন প্রেসিডেন্ট ট্রাম্প হোয়াইট হাউসেই ছিলেন।
২৬ বছর বয়সী ট্রানের বিরুদ্ধে সংরক্ষিত সরকারি এলাকায় অবৈধ অনুপ্রবেশের
অভিযোগ আনা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে ১০ বছরের কারাদণ্ড ভোগ করতে হবে
তাকে।
No comments