চট্টগ্রামে মাসব্যাপী বাণিজ্য মেলা শুরু
নগরীর
পলোগ্রাউন্ড মাঠে রোববার থেকে শুরু হয়েছে মাসব্যাপী চট্টগ্রাম আন্তর্জাতিক
বাণিজ্য মেলা (সিআইটিএফ) ২০১৭। চট্টগ্রাম চেম্বারের আয়োজনে চলতি বছর মেলার
২৫তম আসরের উদ্বোধন করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। এবারের মেলায়
দেশী-বিদেশী ৪৫০টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে
রাত ১০টা পর্যন্ত চলবে।
মেলায় প্রবেশ মূল্য রাখা হচ্ছে ১০ টাকা। মেলায়
প্রথমবারের মতো মরিশাস থেকে উদ্যোক্তারা তাদের পণ্য নিয়ে অংশ নিচ্ছেন।
প্রতিবারের মতো এবারও পার্টনার কান্ট্রি হিসেবে থাকছে থাইল্যান্ড। এছাড়া
ভারত ও ইরানের প্রতিষ্ঠানও থাকছে। বিদেশীদের জন্য ২৩ হাজার বর্গফুট জায়গা
বরাদ্দ করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পমন্ত্রী বলেন, টেকসই ও
পরিবেশবান্ধব শিল্পায়ন বর্তমান সরকারের রাজনৈতিক অঙ্গীকার। এ অঙ্গীকার
বাস্তবায়নে শিল্প খাতের গুণগত পরিবর্তনের লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় শিল্প মন্ত্রণালয় ইতিমধ্যে জাতীয়
শিল্পনীতি ২০১৬ প্রণয়ন করেছে। দেশে উদ্যোক্তা ও উৎপাদনবান্ধব পরিবেশ সৃষ্টি
করাই এ শিল্পনীতি প্রণয়নের অন্যতম লক্ষ্য। চট্টগ্রাম চেম্বারের সভাপতি
মাহাবুবুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম
সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন, এফবিসিসিআই’র ভারপ্রাপ্ত
সভাপতি শফিউল ইসলাম (মহিউদ্দিন), মেলা কমিটির চেয়ারম্যান নুরুন নেওয়াজ
সেলিম। এ সময় স্থানীয় দৈনিক আজাদীর সম্পাদক এমএ মালেক, ভারতীয় সহকারী
হাইকমিশনার সোমনাথ হাওলাদার প্রমুখ উপস্থিত ছিলেন।
No comments