শহীদ মিনারে মিজারুল কায়েসের মরদেহ
পররাষ্ট্র
মন্ত্রণালয়ের প্রাঙ্গণে সাবেক পররাষ্ট্র সচিব ও ব্রাজিলে নিযুক্ত
বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মিজারুল কায়েসের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে।
সোমবার সকাল ৮টার পর এই জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তার লাশ কেন্দ্রীয় শহীদ
মিনার চত্বরে সবার শ্রদ্ধা জানানোর জন্য রাখা হয়েছে। সকাল ১০টা থেকে দুপুর
১২টা পর্যন্ত সর্বস্তরের মানুষে শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ সেখানে
রাখা হবে। পররাষ্ট্রমন্ত্রণালয় সূত্র জানায়, আগামীকাল মঙ্গলবার তাকে বনানী
কবরস্থানে দাফন করা হবে। তবে এর আগে আজ বাদ আসর গুলশানের আজাদ মসজিদে
মরহুমের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।
এরপর মঙ্গলবার মিজারুল কায়েসের শেষ
জানাজা কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়ার গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হবে। জানাজা
শেষে ঢাকায় নিয়ে এসে ওই দিন তার লাশ বনানী কবরস্থানে দাফন করা হবে। গত ১১
মার্চ ব্রাজিলের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মিজারুল
কায়েস। রোববার রাতে তার লাশ ঢাকায় আনা হয়। ২০১৪ সাল থেকে ব্রাজিলে
বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি। এর আগে তিনি
রাশিয়া, যুক্তরাজ্য ও মালদ্বীপে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন
করেন। পেশাদার কূটনীতিক মিজারুল কায়েস ২০০৯ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত
পররাষ্ট্র সচিব ছিলেন।
No comments