জাল পাসপোর্ট-ভিসাসহ গ্রেফতার ৩: র্যাব
রাজধানীর
সায়েদাবাদ থেকে জাল পাসপোর্ট, ভিসা, বিমানের টিকিট ও বিপুল পরিমাণ
সরঞ্জামসহ তিন প্রতারককে গ্রেফতার করেছে র্যাব। সোমবার সকালে র্যাপিড
অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো মোবাইল ফোনের
খুদে বার্তায় এই তথ্য জানানো হয়। খুদে বার্তায় বলা হয়, র্যাব-১০
যাত্রাবাড়ী থানার সায়েদাবাদ এলাকা থেকে ওই তিন ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
তাদের কাছ থেকে বিভিন্ন দেশের বিপুল পরিমাণ জাল পাসপোর্ট, ভিসা এবং বিমানের
টিকিট উদ্ধার করা হয়েছে। এসময় জব্দ করা হয়েছে পাসপোর্ট, ভিসা ও বিমানের
জাল টিকিট তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের
মিডিয়া কর্মকর্তা সিনিয়র এএসপি মিজানুর রহমান। তিনি জানান, গ্রেফতার হওয়া
ব্যক্তিরা প্রতারক। তবে তাদের নাম-পরিচয় জানানো হয়নি এবং সায়েদাবাদের কোন
এলাকা থেকে কখন তাদের গ্রেফতার করা হয়েছে তাও জানায়নি র্যাব। এ বিষয়ে
প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত তথ্য জানানোর কথা বলেন র্যাবের এই মিডিয়া
কর্মকর্তা।
No comments