সৌদি প্রিন্সকে নিয়ে ট্রাম্প প্রশাসনের কেন এতো আগ্রহ?
প্রেসিডেন্ট
ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সৌদি প্রিন্স মুহাম্মদ বিন সালমানের বৈঠকে
মার্কিন প্রশাসনের এক ঝাঁক শীর্ষ কর্মকর্তা অংশ নেন। এর মধ্যে ছিলেন জাতীয়
নিরাপত্তা উপদেষ্টা এইচ আর ম্যাকমাস্টার, ট্রাম্পের সিনিয়র উপদেষ্টা ও
জামাই জ্যারেড কুশনার, কৌশল বিষয়ক উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টা দিনা পাওয়েল
এবং ট্রাম্পের মেন্টর সিনিয়র উপদেষ্টা স্টিভ ব্যানন।
গত ১৪ মার্চ পেন্টাগনে
অনুষ্ঠিত ওই বৈঠকে এই উপদেষ্টারা অংশ নিয়েছেন, যা স্বাভাবিক নয়। এতে
ইঙ্গিত মেলে যে, ট্রাম্প প্রশাসন সৌদি আরবের সঙ্গে সম্পর্ক এবং মধ্যপ্রাচ্য
ও ইসলামের বিষয়ে কথা বলার ক্ষেত্রে নতুন দৃষ্টিভঙ্গি পোষণ করছে। এটি এখন
স্পষ্ট যে, আরব দেশগুলোতে ইরান সন্ত্রাসী গোষ্ঠী সৃষ্টি ও অস্ত্র সরবরাহ
করায় এবং আইএস ও আল-কায়েদর মতো উগ্রপন্থী সন্ত্রাসী গোষ্ঠীর কারণে
নিরাপত্তা হুমকি মোকাবেলা করতে সামরিক শক্তিকে অবলম্বন করতে চায় ট্রাম্প
প্রশাসন।
No comments