চীন সফরে আগ্রহী ট্রাম্প
মার্কিন
পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে বলেছেন,
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন সফরের জন্য আগ্রহী। পাশাপাশি তিনি
দু’দেশের সম্পর্ক উন্নয়নের বিষয়েও বেশ গুরুত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন চীন
সফররত টিলারসন। এশিয়া সফরে টিলারসনের শেষ গন্তব্য ছিল চীন। রোববার
বেইজিংয়ের গ্রেট হলে টিলারসন চীনের শীর্ষ নেতার সঙ্গে সাক্ষাৎ করে এসব কথা
বলেন। খবর বিবিসির। সাক্ষাতের পর শি জিনপিং বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে
সম্পর্ক উন্নয়ন হচ্ছে দেখে তিনি আনন্দিত। তিনি টিলারসনকে উদ্দেশ্য করে
বলেন, আপনি বলেছেন চীন-যুক্তরাষ্ট্রের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ হতে পারে। আমি
আপনার সঙ্গে একমত পোষণ করছি। জিনপিং আরও বলেন, বেশ কয়েকবার মার্কিন
প্রেসিডেন্টের সঙ্গে আমার কথা হয়েছে। আমরা উভয়ই গঠনমূলক সম্পর্ক উন্নয়নের
নতুন যুগে পদার্পণের আশা করছি।
টিলারসন বলেন, ট্রাম্প চীনের সঙ্গে সম্পর্ক
উন্নয়নের জন্য যে রকম আশাবাদী ছিলেন তা এখন কার্যকর হওয়া শুরু করেছেন। তবে
উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ও পরমাণু কর্মসূচি নিয়ে কোনো কথা বলেননি তারা।
এছাড়া তাইওয়ানের মর্যাদা নিয়েও কোনো কথা হয়নি বলে জানিয়েছে বিবিসি।
পিয়ংইয়ংয়ের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়, উত্তর কোরিয়ার সামরিক বাহিনীর
অধিক ক্ষমতাসম্পন্ন ইঞ্জিন পরীক্ষার বিষয়ে জিনপিং ও টিলারসনের মধ্যে কথা
হয়েছে। এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প নিজের টুইটার অ্যাকাউন্টে দেয়া এক টুইটে
লিখেন, উত্তর কোরিয়া খুব খারাপ আচরণ করছে।
No comments