চুয়াডাঙ্গায় সড়কে গাছ ফেলে গণডাকাতি
চুয়াডাঙ্গায়
সড়কে গাছ ফেলে বেশ কয়েকটি গাড়িতে গণডাকাতির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ ডাকাতদল
বাসের যাত্রীদের মারধর করে ও কুপিয়ে প্রায় আধাঘণ্টা ধরে লুটপাট চালায়।
সশস্ত্র ডাকাতদের হাতে কম পক্ষে ৪ যাত্রী আহত হয়েছেন। চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা
সড়কের বোয়ালমারী চন্দ্রাবতী ইঁদারার কাছে রোববার রাত পৌনে ১০টার দিকে এ
ডাকাতির ঘটনা ঘটে। জানা গেছে, দুর্বৃত্তরা সড়কের গাছ ফেলে ব্যারিকেড দেয়। এ
সময় ঢাকাগামী রয়েল পরিবহনের একটি বাস প্রথমে ডাকাতির কবলে পড়ে। ওই বাসের
যাত্রীদের মারধর করে লুটপাট শুরু করে ডাকাতরা। পরে পূর্বাশা ও চুয়াডাঙ্গা
ডিলাক্স পরিবহনের আরও দুটি বাসে ডাকাতি করে দুর্বৃত্তরা।
শেষে এসিআই
কোম্পানির একটি কাভার্ড ভ্যান ডাকাতির কবলে পড়ে। ড্রাইভারকে মারধর করে
লুটপাট করে তারা। ট্রাক ড্রাইভার জনি আহমেদ জানান, ডাকাতির ঘটনা আঁচ করতে
পেরে ডাকাতদের অদূরে ট্রাক রেখে তিনি পালিয়ে যান। এ সময় হেলপার সোহাগকে
কুপিয়ে টাকা পয়সা কেড়ে নেয় ডাকাতরা। গুরুতর আহত অবস্থায় তিনজনকে চুয়াডাঙ্গা
সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন- রয়েল এক্সপ্রেসের ড্রাইভার
শামীম হোসেন, যাত্রী আবদুল হামিদ ও ট্রাক হেলপার সোহাগ। তবে কয়জনের কাছ
থেকে কত টাকা ডাকাতি হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ব্যাপারে
চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) তরিকুল ইসলাম যুগান্তরকে
জানান, রয়েল এক্সপ্রেস ও এসিআই কোম্পানির একটি গাড়িতে দুর্বৃত্তরা হানা
দিয়েছে। একজন সামান্য আহত হয়েছে। তবে, লুটপাটের ঘটনা তেমন ঘটেনি।
No comments