বাংলাদেশে দুর্নীতি কমেনি, ব্যাপকতা উদ্বেগজনক
বাংলাদেশে
গত একবছরে দুৃর্নীতি কমেনি। ২০১৫তেও এর ধারা অপরিবর্তিত ছিল। বাংলাদেশের
দুর্নীতির ব্যাপকতা এখনো উদ্বেগজনক বলে উল্লেখ করেছে ট্রান্সপারেন্সি
ইন্টারন্যাশনাল (টিআই)।
সূচকভুক্ত দেশগুলোর মধ্যে এখানে দুর্নীতির মাত্রা অধিক। ১৬৮টি দেশের মধ্যে এবার বাংলাদেশের অবস্থান ১৩৯তম। গত বছর ছিল ১৪৫তম।
আজ সকালে ঢাকাস্থ টিআইবি অফিসে দুর্নীতির ধারণা সুচক বা সিপিআই প্রকাশ করে এই তথ্য জানানো হয়। টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামন এই তথ্য প্রকাশ করেন।
টিআই বলছে, ২০১৪ সালে ১৭৫টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল নিম্নক্রমে ১১৪তম। স্কোর ছিল ২৫। এবারও স্কোর ২৫, কিন্তু নিম্নক্রমে অবস্থান ১১৩তম। দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেযে কম দুনীতিগ্রস্ত ভুটান। তাদের স্কোর ৬৫ এবং অবস্থান ২৭। ভারত ৭৬তম, শ্রীলঙ্কা ৮৩তম, পাকিস্তান ১১৭তম, নেপাল ১৩০তম।
ড. ইফতেখারুজ্জামান বলেন, দুর্নীতি সূচকে বাংলাদেশের এ অবস্থানে আমরা সন্তুষ্ট না। আরো ভাল করা যেতো।
সূচকভুক্ত দেশগুলোর মধ্যে এখানে দুর্নীতির মাত্রা অধিক। ১৬৮টি দেশের মধ্যে এবার বাংলাদেশের অবস্থান ১৩৯তম। গত বছর ছিল ১৪৫তম।
আজ সকালে ঢাকাস্থ টিআইবি অফিসে দুর্নীতির ধারণা সুচক বা সিপিআই প্রকাশ করে এই তথ্য জানানো হয়। টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামন এই তথ্য প্রকাশ করেন।
টিআই বলছে, ২০১৪ সালে ১৭৫টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল নিম্নক্রমে ১১৪তম। স্কোর ছিল ২৫। এবারও স্কোর ২৫, কিন্তু নিম্নক্রমে অবস্থান ১১৩তম। দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেযে কম দুনীতিগ্রস্ত ভুটান। তাদের স্কোর ৬৫ এবং অবস্থান ২৭। ভারত ৭৬তম, শ্রীলঙ্কা ৮৩তম, পাকিস্তান ১১৭তম, নেপাল ১৩০তম।
ড. ইফতেখারুজ্জামান বলেন, দুর্নীতি সূচকে বাংলাদেশের এ অবস্থানে আমরা সন্তুষ্ট না। আরো ভাল করা যেতো।
No comments