ইউনিয়ন ঐক্যবদ্ধ করার আহ্বান
জাতীয়তাবাদী
সাংবাদিক ফোরামের ইফতার মাহফিলে নেতারা সাংবাদিক ইউনিয়ন ঐক্যবদ্ধ করার ওপর
গুরুত্বারোপ করেছেন। নেতারা বলেন, বিভক্তির কারণে সাংবাদিক ইউনিয়ন গুরুত্ব
হারিয়েছে। সাংবাদিক সমাজের অধিকার আদায় থেকে শুরু করে পেশাগত উন্নয়নে
সবক্ষেত্রে পিছিয়ে পড়ছে। এই অবস্থার অবসানে সাংবাদিকদের আবার ঐক্যবদ্ধ হতে
হবে। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাব অডিটরিয়ামে এ ইফতার মাহফিলের আয়োজন করা
হয়। জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের শীর্ষ নেতা, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক
ইউনিয়নের(বিএফইউজে)সাবেক সভাপতি আমানুল্লাহ কবীরের সভাপতিত্বে এ মাহফিলে
ফোরামের পাঁচ শতাধিক নেতাকর্মী, জাতীয় প্রেস ক্লাব সদস্য এবং পেশাদার
সাংবাদিকরা অংশ নেন। মাহফিলে অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন, জাতীয় প্রেস
ক্লাবের সভাপতি মুহম্মদ শফিকুর রহমান, সাবেক সভাপতি খোন্দকার মনিরুল আলম,
জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, ঢাকা সাংবাদিক
ইউনিয়নের (ডিইউজে)সাবেক সভাপতি এলাহী নেওয়াজ খান, ডিইউজে’র সাধারণ সম্পাদক
কুদ্দুস আফ্রাদ, সাবেক সাধারণ সম্পাদক সরদার ফরিদ আহমদ, জাতীয় প্রেস
ক্লাবের সহ সভাপতি আমিরুল ইসলাম কাগজী,যুগ্ম সম্পাদক ইলিয়াস খান ও আশরাফ
আলী, প্রেস ক্লাবের সিনিয়র সদস্য এস এম জহুরুল আলম,গোলাম মহিউদ্দিন খান,
মোকাররম হোসেন,শামসুদ্দিন আহমেদ পেয়ারা, কাইয়ুম খান মিলন,সৈয়দ লুতফুল
হক,নোমানুল হক, আবদুল হালিম চৌধুরী,খালেদ হায়দার,শামসু্দ্দিন চারু,শামসুল
হক দূররানী,গাফফার মাহমুদ প্রমুখ। নেতারা সকল মত-পথ ভুলে সম্পূর্ণ
পেশাদারিত্বের ভিত্তিতে সাংবাদিকদের রুটিরুজিসহ সকল অধিকার আদায়ের জন্য
সাংবাদিক ইউনিয়নকে ঐক্যবদ্ধ করার আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানান।
No comments