নির্যাতন হলে মিয়ানমারের কাছে জবাব চাইব
বাংলাদেশের
সীমান্তরক্ষী বাহিনী বিজিবির সদস্য আব্দুর রাজ্জাককে ধরে নিয়ে যাওয়ার আট
দিন পর মিয়ানমার আজ তাকে ফেরত দিয়েছে। সীমান্ত পরিদর্শনে বিজিবি'র
মহাপরিচালক মিয়ানমারের মংডুতে দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর
ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে হস্তান্তর করা
হয়। এরপর সন্ধ্যায় বিজিবির প্রতিনিধি দল রাজ্জাককে নিয়ে টেকনাফে
ফিরেছে।বিজিবির মহাপরিচালক বলেছেন,আব্দুর রাজ্জাকের সাথে কথা বলে তাকে
নির্যাতনের অভিযোগ পাওয়া গেলে, সে ব্যাপারে মিয়ানমারের কাছে জবাবা চাওয়া
হবে। বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের কমান্ডার লে:কর্ণেল আবু জার আল জাহিদের
নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধি দল বৃহস্পতিবার সকালে নাফ নদী পারি দিয়ে
মিয়ানমারের মংডুতে গিয়েছিল। সেখানে দু’পক্ষের মধ্যে তিন ঘণ্টারও বেশি
সময় পতাকা বৈঠক চলার পর মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী আব্দুর রাজ্জাককে
বিজিবির কাছে হস্তান্তর করে। সব প্রক্রিয়া শেষ করে বিজিবি প্রতিনিধি দল
আব্দুর রাজ্জাককে সাথে নিয়ে সন্ধ্যায় টেকনাফে ফিরে আসে।
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে সতর্ক অবস্থায় একজন বিজিবি সদস্য। ঢাকায়
বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ বলেছেন, ধরে নিয়ে যাওয়ার
সময়ই সংঘর্ষে কেউ আব্দুর রাজ্জাকের নাকে কামড় দিয়েছিল, তাতে তিনি আহত
হয়েছিলেন। তবে এরপরও তাকে জিজ্ঞাসাবাদ করে নির্যাতনের অভিযোগ পাওয়া গেল,
সে ব্যাপারে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর বক্তব্য চাওয়া হবে। বিজিবি
প্রতিনিধি দল যখন আব্দুর রাজ্জাককে নিয়ে টেকনাফ সীমান্তে পৌঁছায়, তখন
সেখানে অপেক্ষমাণ সাংবাদিকদের কাছে তাকে অল্পসময় কথা বলতে দেয়া হয়।
সেখানে সাংবাদিকদের কাছে আব্দুর রাজ্জাক বলেছেন, তাকে ধরে নিয়ে যাওয়ার
সময় সংঘর্ষে বা হাতাহাতিতে তিনি নাকে আঘাত পেয়েছিলেন। এরপর তিনি ভালো
ছিলেন। এবং এখন তিনি সুস্থ আছেন। বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ
আহমেদ বলেছেন, ভবিষ্যতে যাতে এ ধরণের ঘটনা আর না ঘটে, সেজন্য দু’পক্ষই
১৯৮০সালের সীমান্ত চুক্তি এবং সব আইন মেনে চলার ব্যাপারে একমত হয়েছে।
No comments