ভারতে ছিটমহলে জমি বিক্রি নিষিদ্ধ ঘোষণা by পরিতোষ পাল
ছিটমহলের
জমি বিক্রি নিষিদ্ধ ঘোষণা করেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহারের
জেলা প্রশাসন। ভারতের বাংলাদেশের ছিটমহলগুলোর প্রায় সবই কোচবিহার জেলায়।
কয়েক দিন ধরেই ছিটমহলগুলোতে জমি মাফিয়াদের আনাগোনা বেড়েছে। অনেক
ছিটমহলবাসীকে হুমকি দিয়ে জমি হাতানোর তালও চলছিল। কয়েকটি ছিটমহলের
বহিরাগতদের নিয়ে সংঘর্ষের পরিস্থিতিও তৈরি হয়েছে। আর তাই কোচবিহার জেলা
প্রশাসনের এ ঘোষণাকে স্বাগত জানিয়েছে ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয়
কমিটি। প্রশাসনের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হযেছে, ৩১শে জুলাই মধ্যরাত থেকে
ভারতের অভ্যন্তরে অবস্থিত সব বাংলাদেশী ছিটমহল ভারতের ভূখণ্ড হিসেবে
অন্তর্ভুক্ত হবে। আর তাই ২২শে জুন থেকে ৩১শে জুলাই পর্যন্ত ছিটমহলের জমি
বিক্রি করা যাবে না। কোচবিহারের জেলশাসক পি উলগানাথন জানিয়েছেন, ১লা আগস্ট
থেকে ৩০শে নভেম্বর পর্যন্ত ছিটমহলের বাসিন্দারা নিজেদের জমি শর্ত সাপেক্ষে
বিক্রি করতে পারবেন। তবে এজন্য জেলাশাসকের অনুমতি নিতে হবে। জানা গেছে,
২০১১ সালের দুই দেশের যৌথ জনগণনার তালিকাভুক্ত ও তারপরে যারা জন্মেছেন
তাদের সকলকেই ভারতের নাগরিকত্ব দেয়া হবে। তবুও জুলাইয়ের ৬ থেকে ১৬ তারিখ
পর্যন্ত দুই দেশের যৌথ সমীক্ষক দল ছিটমহলের বাসিন্দাদের কাছ থেকে জানতে
চাইবেন তারা কোন দেশের নাগরিকত্ব নেবেন। কেউ বাংলাদেশে ফিরতে চাইলে তাকে
আবেদন জানাতে হবে। আগামী ৩০শে নভেম্বরের মধ্যে ছিটমহলের বাসিন্দাদের
পুনর্বাসনের কাজ সম্পন্ন করা হবে। গতকাল কোচবিহারে চ্যাংরাবান্ধা সীমান্ত
বিওপির জিরো পয়েন্টে ভারতের কোচবিহারের জেলাশাসক ও বাংলাদেশের চারটি জেলার
ডিসি ও সংশ্লিষ্ট আধিকারিকরা সীমান্ত চুক্তি বাস্তবায়ন নিয়ে দীর্ঘ সময়
আলোচনা করেছেন।
No comments