ইতিহাসের সবচেয়ে অন্ধকারাচ্ছন্ন সময় : মোদি
জরুরি অবস্থাকে ভারতীয় ইতিহাসের সবচেয়ে অন্ধকারাচ্ছন্ন সময় বলে অভিহিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থা জারির ৪০ বছর পূর্তি উপলক্ষে টুইটে এ মন্তব্য করেন মোদি। জরুরি অবস্থার বিরোধিতা করায়, দেশবাসীকে ধন্যবাদ জানানোর পাশাপাশি মোদি দাবি করেন, উন্নতির চাবিকাঠিই হল চনমনে উদার গণতন্ত্র। ১৯৭৫ সালের ২৫ জুন দেশে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল।
গণতন্ত্র ফেরাতে জনতা পার্টির নেতা জয়প্রকাশ নারায়ণের ভূমিকার উল্লেখ করার পাশাপাশি দেশের জনগণের প্রচেষ্টারও প্রশংসা করেন মোদি। জরুরি অবস্থা জারির সময় মোদির বয়স ছিল ২৫ বছর। সেই সময়কার স্মৃতির কথা মনে করিয়ে মোদি টুইটে বলেন, গণতন্ত্রকে ফেরানো- এ এক লক্ষ্যে বৃহত্তর ক্ষেত্রের সব রাজনৈতিক দল ও সংস্থাকে একসঙ্গে পথচলার সুযোগ করে দিয়েছিল জরুরি অবস্থা।
No comments