যুক্তরাষ্ট্রব্যাপী সমলিঙ্গের বিয়ে বৈধ ঘোষণা করলো সুপ্রীম কোর্ট
এক
ঐতিহাসিক রায়ে শুক্রবার যুক্তরাষ্ট্রব্যাপী সমলিঙ্গের বিয়ে বৈধ ঘোষণা
করেছে দেশটির সুপ্রীম কোর্ট। রায়ের আদেশে সুপ্রীম কোর্ট বলেছে, নিজেদের
ভালোবাসার মানুষকে বিয়ে করতে কোনো আইনি বাঁধা পোহাতে হবে না আমেরিকানদের। এ
ক্ষেত্রে লিঙ্গ কোনো বিবেচ্য বিষয় হতে পারে না। এ খবর দিয়েছে হাফিংটন
পোস্ট। নিম্ন আদালতে বহুদিন ধরে লড়াই চালিয়ে যাওয়া সমকামী অধিকার কর্মীরা
সুপ্রীম কোর্টের এ রায়কে ঐতিহাসিক অর্জন হিসেবে দেখছেন। অবশ্য এতদিন ধরে
যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের মধ্যে ৩৭টিতেই সমলিঙ্গের বিয়ে বৈধ ছিল।
বাকি ১৩টি অঙ্গরাজ্যে এটি ছিল বেআইনী। বিচারপতিরা নিজেদের রায়ে বলেন,
আমেরিকার সংবিধানের ১৪তম সংশোধনী মোতাবেক সব রাজ্যকে অবশ্যই সমলিঙ্গের
জুটিদের বিয়ের লাইসেন্স দিতে হবে। এছাড়া অন্যান্য রাজ্যে আইনগতভাবে যেসব
সমকামী ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছে, সেগুলোকে স্বীকৃতি দিতে হবে।
No comments