স্বামীকে বাঁচিয়ে রাখতে সালাহউদ্দিনের স্ত্রীর আকুতি
বাংলাদেশের
প্রধান বিরোধী দল বিএনপি’র যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমেদের স্ত্রী
হাসিনা আহমেদ তার স্বামীর প্রাণনাশের আশঙ্কায় রয়েছেন। স্বামীর জীবন নিয়ে
গভীর সংশয়ে থাকা স্ত্রী হাসিনা বার্তা সংস্থা এএফপি’কে এক সাক্ষাৎকারে
বলেছেন, তিনি (সালাহউদ্দিন) যদি কোন কারণে অভিযুক্ত হন, তাদের উচিত তার
বিচার করা। তিনি বলেন, দয়া করে তাকে বাঁচিয়ে রাখুন। হাসিনা বলেন, সম্প্রতি
যে বাড়িতে তার স্বামী আত্মগোপনে ছিলেন, সেখানে গত মঙ্গলবার গোয়েন্দারা
তল্লাশি চালায় এবং তার স্বামীকে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এএফপি’র ওই
প্রতিবেদনের শুরুতে বলা হয়, সালাহউদ্দিন আহমেদ গত জানুয়ারিতে বাংলাদেশ
জাতীয়তাবাদী দলের (বিএনপি) মুখপাত্র নির্বাচিত হন। বিএনপি’র ডাকা
সড়ক-অবরোধের শুরুতে সহিংসতা উস্কে দেয়ার অভিযোগে তার পূর্বসুরিকে গ্রেপ্তার
করা হয়েছিল। প্রায় এক সপ্তাহ আগে সাদা পোশাকধারী ডিবি পুলিশ সালাহউদ্দিন
আহমেদকে একটি বাড়ি থেকে তুলে নিয়ে যায়। তাকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা
অপহরণ করেছে বলে সোমবার অভিযোগ আনে বিএনপি। বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার
সহযোগী শিমুল বিশ্বাস এএফপি’কে বলেন, সালাহউদ্দিন আহমেদকে চোখ বেঁধে তুলে
নিয়ে যায় আইন-প্রয়োগকারী সংস্থাগুলোর সদস্যরা এবং আমরা বিশ্বাস করি তিনি
এখনও তাদের নিরাপত্তা হেফাজতে রয়েছেন। তিনি বলেন, তাকে মুক্তি দেয়া বা
আদালতে হাজির করা উচিত। এদিকে গত শনিবার পুলিশ প্রধান শহিদুল হক অভিযোগ
অস্বীকার করে পুলিশ বা আইন-প্রয়োগকারী কোন সংস্থা সালাহউদ্দিনকে অপহরণ
করেনি বলে মন্তব্য করেন।
No comments