ভারতের বিরুদ্ধে কি করতে হবে জানা আছে
বাংলাদেশ
ক্রিকেটে নতুন ইতিহাস রচনা করতে মুখিয়ে আছে মাশরাফি বাহিনী। বৃহস্পতিবার
কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ ভারত হলে এ ম্যাচ নিয়ে কোন চাপ নেই বাংলাদেশ
দলের। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে লড়াইয়ে নামতে ভালভাবে প্রস্তুত দলের
ক্রিকেটাররা। বাংলাদেশ দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে দলের অবস্থান
এভাবেই তুলে ধরেন সংবাদ মাধ্যমের সামনে। গতকাল মেলবোর্ন মাঠে বাংলাদেশ দল
অনুশীলন সেরে নেয়ার এক ফাঁকে সংবাদ মাধ্যমের সামনে দলের অবস্থান তুলে ধরেন
লঙ্কান এই কোচ। তিনি বলেন, ‘আমাদের গোপন কিছু নেই। আমাদের প্রস্তুতি দারুণ
হয়েছে। যদিও এখানে খুব বেশি ক্রিকেট আমরা খেলিনি। আমরা অস্ট্রেলিয়ার
কন্ডিশনে অনেকটা মানিয়ে নিয়েছি। এখনই আমাদের বড় ম্যাচ খেলার সময়। দলের সেরা
খেলোয়াড়রা উন্নতি করছে। প্রতিটি ম্যাচেই তারা ভালো খেলেছে। আমার মনে হয়
এটিই আমাদের সাফল্যের উৎস হবে। আমাদের কাজ হবে সম্ভাবনার সবটুকু কাজে
লাগিয়ে জয়ের জন্য খেলা। আমরা যদি সম্ভাবনার সবটুকু কাজে লাগাতে পারি, তবে
আমার মনে হয় আমরা যে কোন দলকে হারাতে পারবো।’
ম্যাচ জয়ের পরিকল্পনা আঁটা আছে কোচ হাথুরুসিংহের। কিন্তু মাঠে তিনি অধিনায়কের জন্য রেখেছেন পূর্ণ স্বাধীনতা। তিনি বলেন, ‘আমাদের সবিশেষ পরিকল্পনা আছে। অধিনায়কের পূর্ণ স্বাধীনতা আছে, ম্যাচে যে কোন ধরনের সিদ্ধান্ত নেয়ার জন্য। কন্ডিশন বা ম্যাচ পরিস্থিতির কারণে মাশরাফি যে কোন সিদ্ধান্ত নিতে পারে। তবে, আমাদের একটি নির্দিষ্ট পরিকল্পনা আছে।’ অস্ট্রেলিয়াতে বাংলাদেশ দলের অভাবনীয় পরিবর্তনের পেছনের কারিগর প্রধান কোচ হাথুরুসিংহে ও তার অস্ট্রেলিয়ার অভিজ্ঞতা। বাংলাদেশ দলের কোচের দায়িত্ব নেয়ার আগে এই খানেই তিনি বিভিন্ন দলের কোচিং করে কাটিয়েছেন চার বছর। নিজের অভিজ্ঞতাকে দলের জন্য কাজে লাগাতে পেরে ভীষণ খুশি এই কোচ। তিনি বলেন, ‘আমি এখানে কাজ করেছি, সেই অভিজ্ঞতা দারুণভাবে কাজে লাগছে এখন। বিশেষ করে প্রস্তুতি নিতে এবং কন্ডিশন সম্পর্কে জানতে আগের অভিজ্ঞতা খুবই সহায়তা করছে। আমরা দেশেও (বাংলাদেশে) প্রস্তুতি নিয়েছি। এখানেও প্রস্তুতি নিয়েছি। এখানে আসার পর প্রক্রিয়া একটু ভিন্ন ছিলো। এখানকার কন্ডিশনে উপমহাদেশের খেলোয়াড়দের সীমাবদ্ধতা বুঝে কিছু কৌশল বদলে নিয়েছি। এখানে আসার পরই আমরা তা করেছি।’
বাংলাদেশ দলের প্রধান শক্তি স্পিন আক্রমণ। কিন্তু অস্ট্রেলিয়াতে সেটি এখন পর্যন্ত দলের জয়ে ভূমিকা রাখতে পারেনি। মেলবোর্নে ইতিহাস বলে এই পিচও স্পিনারদের তেমন কোন সাহায্য করতে পারবে না। তবে তা নিয়ে এখনই মন্তব্য করতে রাজি নন কোচ। তিনি বলেন, ‘আমার মনে হয় মেলবোর্নে স্পিন খুব একটা কাজ করবে না। তবে ম্যাচের দুদিন আগে উইকেট নিয়ে কিছু বলাটাও অবশ্য সহজ নয়। শ্রীলঙ্কার সঙ্গে যে উইকেটে খেলা হয়েছিলো, ভারতের বিপক্ষে ম্যাচটিও মনে হয় একই উইকেটে হবে। আমি সে রকমই শুনেছি। সে হিসেবে উইকেট নিয়ে আমাদের ধারণা আছে। ভারত স্পিনের বিপক্ষে বিশ্বের সেরা দলগুলোর একটি। সুতরাং তাদের বিরুদ্ধে কিভাবে কী করতে হবে, তা আমাদের জানা আছে।’
অন্যদিকে প্রতিপক্ষ ভারতকে নিয়ে কোচের চাপ না থাকলেও তাদের শক্তিকে কোনভাবেই ছোট করে দেখছে না বাংলাদেশ দল। বরং তাদের সেই শক্তির বিপক্ষে কিভাবে কৌশল অবলম্বন করা যায় তা নিয়ে আছে দলের পরিকল্পনা। এ বিষয়ে হাথুরুসিংহে বলেন, ‘ভারত দারুণ ক্রিকেট খেলছে। তবে আমরা তাদের অন্য কোন ম্যাচ নিয়ে কোন বিশ্লেষণে যেতে চাই না। আমাদের বিপক্ষে ভারতের এবং ভারতের বিপক্ষে আমাদের শক্তি নিয়েই আমরা চিন্তা করছি। ভারতের এক দুইজন নয়; বেশ কয়েকজন ম্যাচ উইনার আছে তাদের। আমার মনে হয়, যে দল তাদের সুযোগটি কাজে লাগানো উপভোগ করবে, তারাই ম্যাচে ভালো করবে। নতুন করে কিছু প্রমাণের নেই। আমরা জানি, আমরা যথেষ্ট ভালো দল। এ কারণেই আমরা এতোদূর এসেছি। ভারতের বিপক্ষে আমরা আমাদের সক্ষমতার পুরোটা দিয়ে খেলতে চাই। ভারতের ব্যাটিং লাইন সব সময়ই শক্তিশালী থাকে। এবারও ব্যতিক্রম নয়। তাদের দলে বিশ্বমানের বেশ কয়েকজন ব্যাটসম্যান আছে। এবার তাদের পেসাররাও দারুণ খেলছে। এ বিষয়টিতে আমাদের মনোযোগ আছে। দলের সবাই ভালো খেলার জন্য মুখিয়ে আছে। ভারতের ম্যাচ নিয়ে বিশেষ কোন চাপ নেই।’
রুবেলের ব্যক্তিগত জীবন নিয়েও ভারতের আগ্রহ
গতকাল মেলবোর্নে সংবাদ সম্মেলনে উপস্থিত ভারতীয় সাংবাদিকদের বাংলাদেশ দল নিয়ে উৎসাহ কম ছিল না। তবে পেসার রুবেল হোসেনকে নিয়ে আগ্রহ ছিল অন্যরকম। খেলার পাশাপাশি তার ব্যক্তিগত জীবন নিয়েও প্রশ্নবাণ ছুড়তে ভোলেননি ভারতের এক সাংবাদিক। হ্যাপির মামলা প্রসঙ্গ তুলে তিনি জানতে চান এমন ঘটনার পরও তার মানসিক শক্তির কারণ কি। এমন প্রশ্নের জবাবে হাথুরুসিংহে বলেন, ‘তার (রুবেল) সাফল্যের কারণ তার কঠোর অনুশীলন। এর বাইরের কোন কারণ নেই। আর ওর ব্যক্তিগত কোন কিছু নিয়ে আমি কথা বলবো না। আমরা শুধু ক্রিকেটের কথাই ভাবছি। রুবেল খুবই পেশাদার। সফলতার জন্য সে অন্যদের মতো পরিশ্রম করে। অতীতে কী হয়েছে, তা আমি বলতে পারবো না। তখন আমি এই দলের ড্রেসিংরুমেও ছিলাম না। এখনকার কথা বলতে পারি। এই দলটি নিজেদের উপর বিশ্বাস করে এবং নিজেদের সম্ভাবনার সবটুকু নিংড়ে দিয়ে খেলতে চায়।’
ম্যাচ জয়ের পরিকল্পনা আঁটা আছে কোচ হাথুরুসিংহের। কিন্তু মাঠে তিনি অধিনায়কের জন্য রেখেছেন পূর্ণ স্বাধীনতা। তিনি বলেন, ‘আমাদের সবিশেষ পরিকল্পনা আছে। অধিনায়কের পূর্ণ স্বাধীনতা আছে, ম্যাচে যে কোন ধরনের সিদ্ধান্ত নেয়ার জন্য। কন্ডিশন বা ম্যাচ পরিস্থিতির কারণে মাশরাফি যে কোন সিদ্ধান্ত নিতে পারে। তবে, আমাদের একটি নির্দিষ্ট পরিকল্পনা আছে।’ অস্ট্রেলিয়াতে বাংলাদেশ দলের অভাবনীয় পরিবর্তনের পেছনের কারিগর প্রধান কোচ হাথুরুসিংহে ও তার অস্ট্রেলিয়ার অভিজ্ঞতা। বাংলাদেশ দলের কোচের দায়িত্ব নেয়ার আগে এই খানেই তিনি বিভিন্ন দলের কোচিং করে কাটিয়েছেন চার বছর। নিজের অভিজ্ঞতাকে দলের জন্য কাজে লাগাতে পেরে ভীষণ খুশি এই কোচ। তিনি বলেন, ‘আমি এখানে কাজ করেছি, সেই অভিজ্ঞতা দারুণভাবে কাজে লাগছে এখন। বিশেষ করে প্রস্তুতি নিতে এবং কন্ডিশন সম্পর্কে জানতে আগের অভিজ্ঞতা খুবই সহায়তা করছে। আমরা দেশেও (বাংলাদেশে) প্রস্তুতি নিয়েছি। এখানেও প্রস্তুতি নিয়েছি। এখানে আসার পর প্রক্রিয়া একটু ভিন্ন ছিলো। এখানকার কন্ডিশনে উপমহাদেশের খেলোয়াড়দের সীমাবদ্ধতা বুঝে কিছু কৌশল বদলে নিয়েছি। এখানে আসার পরই আমরা তা করেছি।’
বাংলাদেশ দলের প্রধান শক্তি স্পিন আক্রমণ। কিন্তু অস্ট্রেলিয়াতে সেটি এখন পর্যন্ত দলের জয়ে ভূমিকা রাখতে পারেনি। মেলবোর্নে ইতিহাস বলে এই পিচও স্পিনারদের তেমন কোন সাহায্য করতে পারবে না। তবে তা নিয়ে এখনই মন্তব্য করতে রাজি নন কোচ। তিনি বলেন, ‘আমার মনে হয় মেলবোর্নে স্পিন খুব একটা কাজ করবে না। তবে ম্যাচের দুদিন আগে উইকেট নিয়ে কিছু বলাটাও অবশ্য সহজ নয়। শ্রীলঙ্কার সঙ্গে যে উইকেটে খেলা হয়েছিলো, ভারতের বিপক্ষে ম্যাচটিও মনে হয় একই উইকেটে হবে। আমি সে রকমই শুনেছি। সে হিসেবে উইকেট নিয়ে আমাদের ধারণা আছে। ভারত স্পিনের বিপক্ষে বিশ্বের সেরা দলগুলোর একটি। সুতরাং তাদের বিরুদ্ধে কিভাবে কী করতে হবে, তা আমাদের জানা আছে।’
অন্যদিকে প্রতিপক্ষ ভারতকে নিয়ে কোচের চাপ না থাকলেও তাদের শক্তিকে কোনভাবেই ছোট করে দেখছে না বাংলাদেশ দল। বরং তাদের সেই শক্তির বিপক্ষে কিভাবে কৌশল অবলম্বন করা যায় তা নিয়ে আছে দলের পরিকল্পনা। এ বিষয়ে হাথুরুসিংহে বলেন, ‘ভারত দারুণ ক্রিকেট খেলছে। তবে আমরা তাদের অন্য কোন ম্যাচ নিয়ে কোন বিশ্লেষণে যেতে চাই না। আমাদের বিপক্ষে ভারতের এবং ভারতের বিপক্ষে আমাদের শক্তি নিয়েই আমরা চিন্তা করছি। ভারতের এক দুইজন নয়; বেশ কয়েকজন ম্যাচ উইনার আছে তাদের। আমার মনে হয়, যে দল তাদের সুযোগটি কাজে লাগানো উপভোগ করবে, তারাই ম্যাচে ভালো করবে। নতুন করে কিছু প্রমাণের নেই। আমরা জানি, আমরা যথেষ্ট ভালো দল। এ কারণেই আমরা এতোদূর এসেছি। ভারতের বিপক্ষে আমরা আমাদের সক্ষমতার পুরোটা দিয়ে খেলতে চাই। ভারতের ব্যাটিং লাইন সব সময়ই শক্তিশালী থাকে। এবারও ব্যতিক্রম নয়। তাদের দলে বিশ্বমানের বেশ কয়েকজন ব্যাটসম্যান আছে। এবার তাদের পেসাররাও দারুণ খেলছে। এ বিষয়টিতে আমাদের মনোযোগ আছে। দলের সবাই ভালো খেলার জন্য মুখিয়ে আছে। ভারতের ম্যাচ নিয়ে বিশেষ কোন চাপ নেই।’
রুবেলের ব্যক্তিগত জীবন নিয়েও ভারতের আগ্রহ
গতকাল মেলবোর্নে সংবাদ সম্মেলনে উপস্থিত ভারতীয় সাংবাদিকদের বাংলাদেশ দল নিয়ে উৎসাহ কম ছিল না। তবে পেসার রুবেল হোসেনকে নিয়ে আগ্রহ ছিল অন্যরকম। খেলার পাশাপাশি তার ব্যক্তিগত জীবন নিয়েও প্রশ্নবাণ ছুড়তে ভোলেননি ভারতের এক সাংবাদিক। হ্যাপির মামলা প্রসঙ্গ তুলে তিনি জানতে চান এমন ঘটনার পরও তার মানসিক শক্তির কারণ কি। এমন প্রশ্নের জবাবে হাথুরুসিংহে বলেন, ‘তার (রুবেল) সাফল্যের কারণ তার কঠোর অনুশীলন। এর বাইরের কোন কারণ নেই। আর ওর ব্যক্তিগত কোন কিছু নিয়ে আমি কথা বলবো না। আমরা শুধু ক্রিকেটের কথাই ভাবছি। রুবেল খুবই পেশাদার। সফলতার জন্য সে অন্যদের মতো পরিশ্রম করে। অতীতে কী হয়েছে, তা আমি বলতে পারবো না। তখন আমি এই দলের ড্রেসিংরুমেও ছিলাম না। এখনকার কথা বলতে পারি। এই দলটি নিজেদের উপর বিশ্বাস করে এবং নিজেদের সম্ভাবনার সবটুকু নিংড়ে দিয়ে খেলতে চায়।’
No comments