বঙ্গবন্ধুর কন্যা হলে অবিলম্বে সংলাপে বসুন by প্রধানমন্ত্রীকে কাদের সিদ্দিকী
কৃষক
শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী প্রধানমন্ত্রীকে উদ্দেশ
করে বলেছেন, আপনি বঙ্গবন্ধুর কন্যা হলে অবিলম্বে সংলাপে বসুন। একই সাথে ২০
দলীয় জোটের ডাকা অবরোধ প্রত্যাহারেরও আহ্বান জানান তিনি। আজ রোববার
রাজধানীর মতিঝিলে নিজ কার্যালয়ের সামনে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান
তিনি। গত ২৮ জানুয়ারি থেকে কাদের সিদ্দিকী মতিঝিলে তার কার্যালয়ের সামনে
২০ দলীয় জোটের অবরোধ কর্মসূচি প্রত্যাহার এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে
সংলাপে বসার আহ্বান জানিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন। আজ এক সংবাদ
সম্মেলনে কাদের সিদ্দিকী বলেন, প্রধানমন্ত্রীর আশেপাশের দালালরা তাকে
বিভিন্ন পরামর্শ দিচ্ছে। তার আশেপাশে থাকা শয়তানেরা গোলমাল বাধাচ্ছে। তিনি
বলেন, যারা এক সময় আওয়ামী লীগ কর্মীদের পাখির মতো হত্যা করেছে, তারাই
সরকারকে এখন উপদেশ দিচ্ছে। আওয়ামী লীগের ত্রাণকর্তা সেজেছে। প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, জনগণ না চাইলে একদিনও ক্ষমতায় থাকতে পারবেন না। পুলিশ দিয়ে ক্ষমতায় থাকা যায় না। তিনি
আরো বলেন, আপনি বঙ্গবন্ধুর কন্যা। তাই বিনা ভোটে আপনার প্রধানমন্ত্রী হওয়া
মানায় না। বঙ্গবন্ধুর কন্যা হলে অবিলম্বে সংলাপে বসুন। ২০ দলীয় জোটের অবরোধ প্রত্যাহারের আহ্বান জানিয়ে কাদের সিদ্দিকী বলেন, দেশে শান্তি না আসা পর্যন্ত তিনি রাজপথে অবস্থান করবেন।
No comments