৭ সেকেন্ডের জন্য ১৬৫ কোটি টাকার পুরস্কার হাতছাড়া
মাত্র
৭ সেকেন্ডের জন্য আনুমানিক ১৬৫ কোটি টাকারও বেশি অর্থের জ্যাকপট হাতছাড়া
হয়েছে এক কানাডিয়ান নাগরিকের। সময় পার হওয়ার মাত্র ৭ সেকেন্ড পর লটারির
টিকিট কিনেছিলেন কানাডিয়ান নাগরিক আইফেরগান। পরে তিনি জ্যাকপট জিতলেও ওই ৭
সেকেন্ডের কারণে তাকে পুরস্কারের বিপুল পরিমাণ অর্থ দিতে অস্বীকার করে
লটারি কর্তৃপক্ষ। লটারি কর্তৃপক্ষের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করে
বসেন জোয়েল আইফেরগান নামের ওই কানাডিয়ান। প্রায় ৭ বছর ধরে মামলা চলার পর
কানাডার সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার আইফেরগানের বিপক্ষে রায় দেন। ইতিমধ্যে
মামলার পেছনে তিনি ব্যয় করেছেন প্রায় ৬২ লাখ টাকা। এ খবর দিয়েছে টাইম
ম্যাগাজিন। লট্টো সুপার ৭ নামের লটারির টিকিটটি আইফেরগান কিনেছিলেন ২০০৮
সালের ২৩শে মে। ওই দিন রাত ৯টা পর্যন্ত ছিল ওই সপ্তাহের টিকিট ক্রয়ের
সময়সীমা। ঠিক ৮টা বেজে ৫৯ মিনিটে টিকিট কেনার অর্ডার দিয়েছিলেন তিনি। তবে
কমিপউটারে প্রিন্ট হতে কিছু সময় লাগায়, ৯টা বাজার সাত সেকেন্ড পর টিকিটটি
অনুমোদিত হয়। এর ফলে ওই টিকিট ওই সপ্তাহের ড্রয়ের জন্য অনুপযুক্ত হয়ে যায়।
পরে ড্রয়ের সময় দেখা যায়, ওই টিকিটটিই জিতে সে সপ্তাহের জ্যাকপট। কিন্তু
সাত সেকেন্ড দেরিতে কেনা হয়েছে, এমন যুক্তিতে তাকে জ্যাকপটের জন্য
অনুপযুক্ত ঘোষণা করে কর্তৃপক্ষ। তার পুরস্কার পেয়ে যায় আরেক ব্যক্তি। এরপর এ
সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে মামলা ঠুকে দেন আইফেরগান। সে মামলা শেষ
পর্যন্ত কানাডার সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায়। অবশেষে বৃহস্পতিবার তার করা
আপিল খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট।
No comments