জম্মু-কাশ্মীরে ঐক্যমতের সরকার গঠন করবে বিজেপি-পিডিপি
প্রায়
এক সপ্তাহ খানেক ধরে অনেক আলোচনার পর ভারতের জম্মু ও কাশ্মীরে সরকার গঠনে
ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ও স্থানীয় আঞ্চলিক দল পিপলস ডেমোক্রেটিক
পার্টি (পিডিপি) মতৈক্যে পৌঁছেছে। এ খবর দিয়েছে এনডিটিভি। খবরে বলা হয়েছে,
জম্মু ও কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেয়াসংক্রান্ত সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ এবং
বিতর্কিত আর্মড ফোর্সেস ¯েপশাল পাওয়ারস অ্যাক্ট (আফসা) নিয়ে সমঝোতা হয়েছে
দুই দলের। এই দু’ বিষয়ে দল দু’টির অবস্থান ছিল পর¯পরবিরোধী। মূলত, দু’ দলের
সমঝোতার প্রশ্নে ৩৭০ অনুচ্ছেদ আর আফসা’ই ছিল মূল বাঁধা। পিডিপি’র একটি
সূত্র জানিয়েছে, আফসা প্রশ্নে তারা তাদের আগের অবস্থান থেকে কিছুটা সরে
এসেছে। উল্লেখ্য, ওই আইনের বলে সেনাবাহিনী জম্মু-কাশ্মীরের মতো অস্থিতিশীল
বা গোলযোগপূর্ণ এলাকায় পরোয়ানা ছাড়াই যে কাউকে গ্রেপ্তার করতে পারে। সরকার
গঠনে বিজেপি’কে সমর্থন দিতে মুফতি মোহাম্মদ সাইদের নেতৃত্বাধীন পিডিপি আফসা
প্রত্যাহার করার বিষয়ে সময়সীমা সম্বলিত একটি লিখিত প্রতিশ্রুতি দাবি
করেছিল। তবে বিজেপির সঙ্গে তাদের চূড়ান্ত চুক্তি অনুসারে, এটি বাতিলে কোনো
সময়সীমা নির্ধারিত হয়নি। নিরাপত্তা পরিস্থিতির উপর ভিত্তি করেই আইনটি
প্রত্যাহারের বিষয়টি বিবেচিত হবে বলে দুই দল একমত হয়েছে। এছাড়া ধীরে ধীরে
ওই এলাকায় সেনা উপস্থিতি হ্রাস ও যেসব এলাকার পরিস্থিতির উন্নতি হয়েছে,
সেখানে সেনার পরিবর্তে পুলিশ মোতায়েনের বিষয়েও একমত হয়েছে দল দু’টি। তবে
আদর্শিকভাবে স¤পূর্ন বিপরীতমুখী এ দল দু’টির ঐক্যমতের সরকার গঠনের বিষয়টিকে
পিডিপি’র নেতা মুফতি সাইদ বলেছেন, ‘উত্তর ও দক্ষিণ মেরুর এক হওয়া’।
সংবিধানের অনুচ্ছেদ ৩৭০ নিয়ে খুব বেশি কিছু উল্লেখ নেই চুক্তিতে।
জম্মু-কাশ্মীরের স্বায়ত্তশাসনের জন্য সংবিধানের ৩৭০ অনুচ্ছেদটিকে
গুরুত্বপূর্ণ ভাবা হয়। ভারতের একমাত্র মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই রাজ্যের
স্বায়ত্তশাসনের বড় স্বীকৃতিদাতা এ অনুচ্ছেদটি যে কোনো মূল্যে রক্ষা করতে
চায় পিডিপি। এ অনুচ্ছেদ অনুসারে, প্রতিরক্ষা বা জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট
বিষয়সমূহ ব্যাতিত জম্মু-কাশ্মীর স¤পর্কিত কোনো আইন করতে গেলে রাজ্য সরকারের
অনুমোদন নিতে হয় কেন্দ্রীয় সরকারকে। তবে ৩৭০ অনুচ্ছেদ বিভাজনকে উসকে দেয় -
এমন অভিযোগ করে আগে অনেকবারই বিজেপি এটি নিয়ে তাদের আপত্তির কথা বলেছিল।
পিডিপি’র আরও দাবি ছিল, পাকিস্তানের সঙ্গে স¤পর্ক ঠিক করা ও কাশ্মীরের সকল
দলের সংগঠন হুরিয়াত-এর সঙ্গে আলোচনায় বসা। ভারতের প্রধানমন্ত্রী বিজেপির
নেতা নরেন্দ্র মোদির কয়েকদিনের মধ্যেই মুফতি সাইদের সঙ্গে দেখা করার কথা
রয়েছে। তাঁদের সাক্ষাতের পরই দুই জোটের সরকার গঠনের বিষয়টি চূড়ান্ত হবে।
উল্লেখ্য, দুই মাস আগে অনুষ্ঠিত জম্মু ও কাশ্মীরের বিধানসভা নির্বাচনে কোনো
দলই সরকার গঠনের জন্য যথেষ্ট আসন পায়নি। তবে মোট ৮৭টি আসনের মধ্যে পিডিপি
২৮টি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। অপরদিকে বিজেপি পেয়েছিল ২৫টি
আসন।
No comments