নালন্দার চ্যান্সেলরে অমর্ত্যরে না
নালন্দা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর পদে পুনর্বহালের প্রস্তাব বাতিল করলেন অমর্ত্য সেন। তার অভিযোগ, বিজেপি সরকার তাকে ওই পদে বহাল রাখতে আগ্রহী নয়। চ্যান্সেলর হিসেবে দ্বিতীয় দফায় তার নিয়োগে উদ্দেশ্যপ্রণোদিত প্রশাসনিক ঢিলেমিতে যথেষ্ট অপমানিত নোবেলজয়ী অর্থনীতিবিদ।
বৃহস্পতিবার নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক বোর্ডকে লেখা চিঠিতে দ্বিতীয়বার চ্যান্সেলরের দায়িত্ব গ্রহণে স্পষ্ট আপত্তি জানিয়েছেন অমর্ত্য সেন। বিশ্ববিদ্যালয়ের গভর্নিং বডির সদস্যদের উদ্দেশে লেখা ৫ পাতার চিঠিতে সম্প্রতি তিনি বিষয়টি জানিয়েছেন। শুক্রবার টাইমস অব ইন্ডিয়া বিষয়টি জানিয়েছে। টিঠিতে জুলাই মাসের পর নালন্দা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের পদ ছাড়তে চেয়ে ইচ্ছা প্রকাশ করেছেন অমর্ত্য সেন। দ্বিতীয় পর্যায়ে তার ওই পদে থাকা নিয়ে বিশ্ববিদ্যালয়ের গভর্নিং বডির প্রস্তাবের বিষয়ে রাষ্ট্রপতি ভবন থেকে কোনো সিদ্ধান্ত না আসায় এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
No comments