আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান খালেদার
দাবি
পূরণ না হওয়া পর্যন্ত দলের নেতা কর্মীদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়ার
আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আজ রাতে গুলশান কার্যালয়ে
অবরুদ্ধ খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে বেরিয়ে সাংবাদিকদের এ কথা বলেন
দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া। এর আগে ৯ দিনের
মাথায় অবরুদ্ধ খালেদা জিয়াকে দেখতে যান দলের স্থায়ী কমিটির তিন বর্ষীয়ান
সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার ও
ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া। সন্ধ্যা পৌনে সাতটার দিকে আলাদাভাবে তারা
কার্যালয়ে প্রবেশ করেন। ঘণ্টাখানেক পর কার্যালয় থেকে বেরিয়ে উপস্থিত
সাংবাদিকদের ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেন, নির্দলীয় সরকারের অধীনে
নির্বাচনের দাবি পূরণ না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার
আহ্বান জানিয়েছেন খালেদা জিয়া। অবরোধ কতদিন চলবে এমন প্রশ্নের জবাবে তিনি
বলেন, সকল দলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচনের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই
আন্দোলন চলবে। আমরা বারবার সরকারকে আহ্বান জানিয়েছি। কিন্তু সরকার তা নিয়ে
ব্যঙ্গ করেছে। তবুও আমরা অপেক্ষায় আছি- সরকারের শুভবুদ্ধির উদয় হবে। তারা
আলোচনার উদ্যোগ নেবে। অন্যথায় আন্দোলন চলবে। বিজেপি সভাপতি অমিত শাহ কি আদৌ
ফোন করে খালেদা জিয়ার অসুস্থতার খোঁজ নিয়েছেন কিনা-এমন প্রশ্নের জবাবে
তিনি বলেন, অমিত শাহর সঙ্গে নেত্রীর কথা হয়েছে। খালেদা জিয়া যেভাবে আছেন
সেটাকে কি গৃহবন্দি বলা যায়, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে রফিকুল বলেন,
এটা গৃহবন্দি নয়, তিনি বন্দি রয়েছেন। এছাড়া খালেদা জিয়া শারীরিকভাবে
সুস্থ আছেন বলেও জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। এদিকে রাতে খালেদা
জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে যান তা উপদেষ্টা ও আইনজীবী এজে মোহাম্মদ আলী।
No comments