গুলশানে চলাচলে কড়াকড়ি, খালেদার কার্যালয়ের সামনে ফের ৬ ট্রাক, ‘খালেদাকে কঠিন পরিণতির সম্মুখীন হতে হবে’ -ইনু
বিশ্ব
ইজতেমার প্রথম পর্ব শেষ হওয়ার পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার
গুলশানের কার্যালয় ঘিরে পুরো এলাকায় চলাচলে কড়াকড়ি আরোপ করেছে আইনশৃঙ্খলা
রক্ষাকারী বাহিনী। ইজতেমার মোনাজাত শেষ হওয়ার পর এয়ারপোর্ট রোড,
বাড্ডা-নতুন বাজারের প্রধান সড়ক থেকে গুলশান বনানীর সড়কে কোন ধরনের
গণপরিবহন প্রবেশ করতে দেয়া হচ্ছে না। সাধারণ মানুষের চলাচলেও আরোপ করা
হয়েছে কড়াকড়ি। পায়ে হেটে যেতে চাইলেও পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী
পরিচয় নিশ্চিত হয়ে ভেতরে প্রবেশ করতে দিচ্ছে। মোড়ে মোড়ে মোতায়েন করা হয়েছে
অতিরিক্ত পুলিশ। এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয় ঘিরেও
নিরাপত্তা বাড়ানো হয়েছে। কার্যালয়ের দুই পাশের সড়কে ছয়টি বালু, ইট ও কাঠ
ভর্তি ট্রাক দাঁড় করিয়ে রাখা হয়েছে। কার্যালয়ের আশপাশের রাস্তায়ও অতিরিক্ত
পুলিশ মোতায়েন করা হয়েছে।
‘খালেদাকে কঠিন পরিণতির সম্মুখীন হতে হবে’
নাশকতার
সঙ্গে সম্পর্ক ছিন্ন না করলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কঠিন
সম্মুখীন হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেছেন, কোন গণতন্ত্র রাজনীতির পরিভাষায় ও
রীতি-নীতিতে এই ধরনের নাশকতার কোন নজির নেই। বেগম খালেদা জিয়া যত বারের
প্রধানমন্ত্রী হোক না কেন নাশকতার অন্তর্ঘাতের সাথে সম্পর্ক ছিন্ন না করলে
তাকে কঠিন পরিণতির সন্মুখীন হতে হবে। রোববার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া
সার্কিট হাউজ চত্বরে সাংবাদিকদের সাথে মতবিনিময় শেষে বিভিন্ন প্রশ্নের
জবাবে তিনি এসব কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়া জে.এস.সি
পরীক্ষার ধার ধারলেন না, ইজতেমার মুসল্লীদের ধার ধারলেন না, এত অমানবিক
আচরণ কেন। তিনি এ সময়টাই হরতাল, অবরোধ না দিয়েও আন্দোলন করতে পারতেন। উনি
অস্বাভাবিক আচরণ শুরু করেছেন। এই অস্বাভাবিক আচরণের পেছনে রহস্য রয়েছে এবং
এই রহস্যটা প্রশাসনিকভাবে সমাধান করতে হবে। এ সময় ইনু বলেন, আগেই বলেছি
আমরা নাশকতার ব্যাপারে কঠোর হবো। পৃথিবীতে নাশকতার অন্তর্ঘাতকে যে পদ্ধতিতে
দমন করা হয় সেই পদ্ধতিতে দমন করা হবে। সেখানে মুখ দেখে দল দেখে আমরা কাউকে
তোয়াক্কা করবো না। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সার্বিক) আবু বক্কর
সিদ্দিক, তথ্য অফিসার মোঃ তৌহিদুজ্জামান ও জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন
উপস্থিত ছিলেন।
No comments