হার মানলেন রাজাপাকসে
শ্রীলংকার প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধীপ্রার্থী মাইথ্রিপালা সিরিসেনা বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন। পরাজয় মেনে নিয়েছেন মাহিন্দা রাজাপাকসে। তিনি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করবেন বলেও জানিয়েছেন। শ্রীলংকার সেনাবাহিনী ২০০৯ সালে বিদ্রোহী তামিল টাইগারদের নির্মূল করার পর রাজাপাকসে রাজনীতিতে অজেয় হিসেবে আবির্ভূত হয়েছিলেন। তিনি প্রায় এক দশক ধরে রাজনীতিতে প্রাধান্য বিস্তার করে আছেন। তবে এবার তার বর্তমান সরকারের স্বাস্থ্যমন্ত্রী মাইথ্রিপালা সিরিসেনা নিজ দল ত্যাগ করে প্রধান বিরোধী জোটের প্রার্থী হওয়ায় তাকে নজিরবিহীন চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনের এখন পর্যন্ত পাওয়া ফলাফলে দেখা গেছে, বিরোধীপ্রার্থী সিরিসেনা বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন। সরকারিভাবে এক তৃতীয়াংশ ভোটের ফলাফল প্রকাশ করা হয়েছে। এর মধ্যে সিরিসেনা ৫২ দশমিক ৪৯ শতাংশ ভোট পেয়েছেন এবং রাজাপাকসে পেয়েছেন ৪৬ দশমিক ২১ শতাংশ ভোট।
প্রেসিডেন্টের প্রেস সচিব বিজয়ানন্দ হেরাথ বলেন, রাজাপাকসে পরাজয় মেনে নিয়েছেন এবং মানুষের ইচ্ছার প্রতি সম্মান জানিয়ে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করবেন। তিনি যে পরাজয় মেনে নিয়েছেন তা প্রকাশ করতে ইতিমধ্যে তার প্রধান সরকারি বাসভবন খালি করেছেন। বিদায়ী প্রেসিডেন্টের ঘনিষ্ঠ এক সূত্র জানায়, বিরোধীপ্রার্থী সুস্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন এবং এটা অতিক্রম করা যে সম্ভব নয় তা প্রেসিডেন্ট বুঝতে পেরেছেন। হেরাথ বলেন, প্রেসিডেন্ট রাজাপাকসে সাবেক প্রধানমন্ত্রী ও পার্লামেন্টে বিরোধী দলের প্রধান রনিল বিক্রমাসিংহের সঙ্গে সকালে দেখা করেছেন। সাক্ষাৎকালে রাজাপাকসে পার্লামেন্টে বিরোধীদলীয় নেতা রনিল বিক্রমাসিংহের কাছে নির্বাচনে পরাজয় মেনে নিয়েছেন। বিক্রমাসিংহেকে প্রধানমন্ত্রী মনোনীত করবেন বলে সিরিসেনা জানিয়েছেন। বিরোধী আইনপ্রণেতা হর্ষ ডি সিলভা বলেন, রাজাপাকসের সঙ্গে ক্ষমতা হস্তান্তর বিষয়ে আলোচনা হচ্ছে এবং বিক্রমাসিংহে ‘তাকে ও তার পরিবারের নিরাপত্তার ’ নিশ্চয়তা দিয়েছেন। সিরিসেনা এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি। তিনি এখনও রাজধানীর পূর্বে পলন্নারুয়ায় বেসরকারি বাসভবনে অবস্থান করছেন। এএফপি।
No comments