ব্যঙ্গচিত্রের চেয়ে বেশি আঘাত দেয় মুসলিম সন্ত্রাসীরা: হিজবুল্লাহ প্রধান
নবীজী
হজরত মুহাম্মদ (সাঃ), পবিত্র কোরআন ও মুসলিম রাষ্ট্রসমূহকে ব্যঙ্গচিত্রের
চেয়ে বেশি আঘাত দেয় মুসলিম সন্ত্রাসীরা। পশ্চিমাদের চেয়ে ইসলামের সবচেয়ে বড়
শত্রু মুসলিম জঙ্গি ও সন্ত্রাসী সংগঠনগুলো। ঈদ-এ-মিলাদুন্নবী উপলক্ষে
টেলিভিশনে দেয়া এক বিবৃতিতে গতকাল এ মন্তব্য করেন লেবাননভিত্তিক কট্টরপন্থী
রাজনৈতিক দল হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ। তিনি প্যারিসের
ব্যঙ্গাত্মক সাপ্তাহিক ম্যাগাজিন শার্লি এবদোয় হামলা চালিয়ে পত্রিকাটির
সম্পাদকসহ ১২ জনকে হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানান। এ খবর দিয়েছে অনলাইন
জি নিউজ। মুসলিম জঙ্গি সংগঠনগুলোকে ‘তাকফির’ হিসেবে অভিহিত করেন তিনি।
হিজবুল্লাহকে যুক্তরাষ্ট্র সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করলেও, লেবাননের
একটি রাজনৈতিক দল এটি। শিয়া মুসলিমদের নিয়ে গঠিত কট্টরপন্থী এ দলটি।
নাসরাল্লাহ বলেন, আমরা ইসরাইলিদের যেভাবে পরাজিত করেছি, সেভাবে তাকফিরিদের ও
যারা লেবাননে হামলা চালাবে তাদেরকে পরাজিত করবো আমরা।
No comments