ওয়ারেন্ট অব প্রিসিডেন্ট নিয়ে আপিল নিষ্পত্তি
ওয়ারেন্ট অব প্রিসিডেন্ট অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে সরকারের করা আপিল নিষ্পত্তি করে দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আপিল বিভাগের আদেশে বলা হয়েছে, আপিল ডিসপোজড অব উইথ এক্সপানশন, মোডিফিকেশন, অবজারভেশন অ্যান্ড ফাইন্ডিংস। প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ গতকাল এ রায় দেয়। আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হলেই ওয়ারেন্ট অব প্রিসিডেন্টে কার অবস্থান কোথায় তা জানা যাবে। গতকাল শেষ দিনের শুনানিতে রাষ্ট্রপক্ষে এটর্নি জেনারেল মাহবুবে আলম ও রিট আবেদনের পক্ষে ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ অংশ নেন। ১৯৮৬ সালে প্রণীত ওয়ারেন্ট অব প্রিসিডেন্ট ২০০৮ সালে সংশোধন করা হয়। ওয়ারেন্ট অব প্রিসিডেন্টের বৈধতা চ্যালেঞ্জ করে ২০০৬ সালে সাবেক জেলা জজ আতাউর রহমান হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করেন। চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্ট প্রচলিত ওয়ারেন্ট অব প্রিসিডেন্ট অবৈধ ঘোষণা করে। ২০১০ সালের ৪ঠা ফেব্রুয়ারি দেয়া রায়ে হাইকোর্ট নতুন ওয়ারেন্ট অব প্রিসিডেন্ট প্রণয়নেরও নির্দেশ দেয়। এ রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল দায়ের করে।
No comments