মিয়ামিতে সুন্দরীদের মিলনমেলা
সারা
বিশ্বের সুন্দরীদের মিলনমেলায় পরিণত হয়েছে যুক্তরাষ্ট্রের পর্যটন নগরী
মিয়ামি। ৯০টি দেশের সেরা সুন্দরীরা এরই মধ্যে তাদের পা ফেলেছেন সেখানে।
কারো দীঘল কালো চুল। কেউ বা স্বল্প বসনে। কেউ বা নিজের শরীরটাকে সবার সামনে
উপস্থাপন করতে চেষ্টা করছেন সৌন্দর্য্যময় উপায়ে। কেউ বা বিশ্বশান্তির জন্য
প্রত্যাশা করছেন। আগামী ২৫শে জানুয়ারি মিয়ামিতে হবে মিস ইউনিভার্স
প্রতিযোগিতার চূড়ান্তপর্ব। তার আগে ২১শে জানুয়ারি হবে প্রিলিমিনারি ইভেন্ট।
এর মধ্যে রয়েছে গাউন সন্ধ্যা, সুইমস্যুট ও ইন্টারভিউপর্ব। বিশ্ব সুন্দরীর
এই খেতাব জিততে এখন তাদের চলছে রিহার্সাল। এ জন্য আগেভাগেই সুন্দরীরা গিয়ে
হাজির হয়েছেন মিয়ামির অল্প পরিচিত শহর ডোরেলে। সেখানেই হবে চূড়ান্ত
প্রতিযোগিতা। মিস ইউনিভার্স-২০১৪ খেতাব বিজয়ীর নাম ঘোষণা করা হবে ২৫শে
জানুয়ারি। এতে এবার অংশ নিয়েছেন ভারতের সুন্দরী নয়নীতা লোধ। এছাড়া, সেখানে
গিয়ে হাজির হয়েছেন আলবেনিয়া, এল সালভাদর, গ্রেট বৃটেন, হাইতি সহ কয়েক ডজন
দেশের প্রতিযোগী। তারা প্রতিযোগিতার মূল মঞ্চে ওঠার আগে সেরে নিচ্ছেন শেষ
মুহূর্তের প্রস্তুতি। কেউবা চুলের স্টাইল ঠিক করাতে দিন-রাত পার করে
দিচ্ছেন। কেউ বা গাউনটি কেমন হবে তা নির্বাচনে ব্যস্ত। কেউ বা শরীরে লাবণ্য
ফুটিয়ে তোলার চেষ্টা করছেন। ২১শে জানুয়ারি প্রিলিমিনারি রাউন্ডের পর ৯০
সুন্দরীর মাঝ থেকে বাছাই করা হবে শীর্ষ ১৫ সুন্দরীকে। তাদেরকে নিয়ে যাওয়া
হবে একই রাতে ন্যাশনাল কস্টিউমে। ডোরেল শহরের এএফআইইউ এরিনা’য় বসবে
বিশ্বসেরা সুন্দরীদের মেলা। সেখানে উপস্থিত থাকবেন মিস ইউনিভার্স-২০১৩
বিজয়ী মিস ভেনিজুয়েলা গাব্রিয়েলা ইসলার। এবার মিস ইউনিভার্স বিজয়ীর মাথায়
বিজয় মুকুট পরিয়ে দেবেন তিনি। মিস ইউনিভার্স অর্গানাইজেশনের প্রেসিডেন্ট
ডোনাল্ড জে ট্রাম্প ও পলা এম শুগার্ট সম্প্রতি বলেছেন, ‘টুডে’ নামের শো-এর
উপস্থাপিকা নাতালি ও এমএসএনবিসি’র উপস্থাপক থমাস রবার্ট এবারের মিস
ইউনিভার্স প্রতিযোগিতায় উপস্থাপক হিসেবে উপস্থিত থাকবেন। তিন ঘণ্টা ধরে
চলবে এ অনুষ্ঠান। প্রচারিত হবে এনবিসি’তে। তবে লোকমুখে কথা ছড়িয়ে পড়েছে যে,
এবার বিচারক হিসেবে থাকবেন ফিলিপিনো বক্সার, ম্যানি পাকুইয়া।
No comments