ফ্রান্সে পত্রিকা অফিসে গুলি, নিহত ১২
ফ্রান্সের
রাজধানী প্যারিসে একটি ব্যঙ্গ রসাত্মক ম্যাগাজিন অফিসে গুলি করে
অস্ত্রধারীরা হত্যা করেছে ১২ জনকে। আহত হয়েছে ৫ জন। এ ঘটনা ঘটেছে ‘চার্লি
এবডো’ নামের একটি ম্যাগাজিন অফিসে। ফ্রান্স ইনফো রেডিও বলেছে, একে-৪৭
অস্ত্রসহ মুখোশধারী সন্ত্রাসীরা ওই ভবন ঘিরে ফেলে। তাদের কিছু সংখ্যক ভেতরে
প্রবেশ করে এলোপাতাড়ি গুলি করে। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে সরকারি কোন তথ্য
পাওয়া যায় নি। পাশের ভবনে ছিলেন এক প্রত্যক্ষদর্শী। তিনি বলেছেন, কালো
কাপড়ে মুখ ঢাকা দু’ব্যক্তি কালাশনিকভ রাইফেল হাতে ওই ভবনের ভেতরে প্রবেশ
করে। এর কয়েক মিনিটের মধ্যেই প্রচ- গুলির শব্দ পাওয়া যায়। অনেকগুলো গুলির
পর তাদেরকে পালিয়ে যেতে দেখা যায়। উল্লেখ্য, এই পত্রিকাটি কিছুদিন আগে
মহানবী হযরত মুহাম্মদ (স.) কে নিয়ে ব্যঙ্গ চিত্র প্রকাশ করেছিল। তা নিয়ে
ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয় সারা বিশ্বে। রিপোর্টে বলা হয়েছে, লুক
পোয়েগন্যান্ট নামে এক পুলিশ কর্মকর্তা বলেছেন, গোলাগুলিতে কমপক্ষে একজন
সাংবাদিক নিহত হওয়ার বিষয়ে তিনি নিশ্চিত হতে পেরেছেন। এ ঘটনায় তিন পুলিশ
সদস্যসহ আহত হয়েছে অনেকে। হামলার পর চার্লি এবডো টুইটারে অসংখ্য মন্তব্য
পোস্ট করা হয়েছে। এ অবস্থার প্রেক্ষিতে ঢাকায় অবস্থিত ফ্রান্সের দূতাবাসে
নিরাপত্তা বাড়ানো হয়েছে।
No comments