তবে কি পাওয়া গেল ব্ল্যাকবক্স!
ইন্দোনেশিয়ার
বিধ্বস্ত বিমান এয়ার এশিয়া ফ্লাইট কিউজেড ৮৫০১-এর পেছনের একটি অংশ পাওয়া
গেছে জাভা সাগরে। এমন তথ্য জানিয়েছে ইন্দোনেশিয়ান অনুসন্ধান দল। আশার কথা
হচ্ছে, এই অংশেই বিমানের ব্ল্যাকবক্স থাকে। এ ব্ল্যাকবক্সে বিমানের কথোপকথন
ও অন্যান্য তথ্য জমা থাকে। তদন্তকারীরা ধারণা করছেন, এটি পাওয়া গেলে বিমান
বিধ্বংস হওয়ার কারণ জানা সম্ভব হবে। এ খবর দিয়েছে বিবিসি। ইন্দোনেশিয়ার
সুরাবায়া থেকে সিঙ্গাপুরে যাওয়ার পথে গত ২৮শে ডিসেম্বর বিধ্বস্ত হয়
বিমানটি। এ সময় বিমানের ১৬২ যাত্রীর সবাই নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
উদ্ধার করা হয়েছে মাত্র ৪০টি লাশ। বিমানের মূল অংশের ভেতর আরও অনেক হতভাগা
যাত্রীর লাশ পাওয়া যেতে পারে বলে ধারণা করছেন অনুসন্ধানকারীরা। যাদের লাশ
এখন পর্যন্ত পাওয়া গেছে, তাদের পরিচয় প্রাথমিকভাবে শনাক্ত করা যায়নি। পরিচয়
শনাক্তে নিহতদের লাশের ডিএনএ পরীক্ষা করা হচ্ছে। এ কাজ সম্পন্ন হতে এক বা
দুই সপ্তাহ লাগতে পারে। বিমানটির পেছনের যে অংশটি উদ্ধারকারীরা পেয়েছে, এখন
পর্যন্ত সেটিই বিমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এ অংশে এয়ার এশিয়ার লোগো
অঙ্কিত রয়েছে। ইন্দোনেশিয়ার অনুসন্ধানবিষয়ক সংস্থার প্রধান বামবাং
সোয়েলিস্টিয়ো বলেন, বিমানের যে অংশটি পাওয়া গেছে, সেটি সাগরের তলায় কাদার
ভেতর ডেবে আছে। বাতাশ ও ঢেউয়ের কারণে অনুসন্ধানকাজে এখনও বিঘ্ন ঘটছে।
No comments