হাজিরার ভয়ে খালেদার অবরোধ
আদালতে
হাজিরা দেয়ার ভয়, তাই বিএনপি নেত্রী খালেদা জিয়া অবরোধ কর্মসূচি ডেকেছেন
বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল
হোসেন চৌধুরী মায়া। তিনি বলেছেন, আদালতে যাতে হাজিরা দিতে না হয় সেজন্য
খালেদা জিয়া অবরোধ ডেকে স্বেচ্ছায় অবরুদ্ধ হয়েছেন। বিএনপির ডাকা অবরোধের
দ্বিতীয় দিনে গতকাল সকালে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয়
কার্যালয়ের সামনে অবরোধবিরোধী অবস্থান কর্মসূচিতে সাংবাদিকদের কাছে এক
প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন। মায়া বলেন, অবরোধ হলো রাজনীতির সবশেষ
ট্রাম্পকার্ড। খালেদা জিয়া এখনও পাকা রাজনীতিবিদ হতে পারেননি। তাই কখন
কোথায় কোন কার্ড ব্যবহার করতে হয়, এটা তিনি জানেন না। তিনি শুধু শিখেছেন
ষড়যন্ত্রের মাধ্যমে কিভাবে ক্ষমতায় যাওয়া যায়। তিনি আরও বলেন, তাদের ডাকা
অবরোধ কর্মসূচিতে কোন জনসমর্থন নেই। নেতাকর্মীরাও ভয়ে ইঁদুরের গর্তে লুকিয়ে
গেছে। এতে বিএনপির সর্বশেষ ট্রাম্পকার্ডটি একেবারেই বিফলে গেছে। তিনি
বলেন, তিনি (খালেদা জিয়া) অবরোধ ডেকেছেন অথচ তার কোন নেতাকর্মী মাঠে নেই।
কোথাও অবরোধ হচ্ছে না। ঘরে বসে অবরোধ ডাকলে অবরোধ হয় না। এর জন্য
নেতাকর্মীদের মাঠে থাকতে হয়। খালেদা জিয়ার সমালোচনা করে আওয়ামী লীগের এ
নেতা বলেন, আগামী ৯ই জানুয়ারি মুসলিম উম্মাহর দ্বিতীয় ধর্মীয় উৎসব বিশ্ব
ইজতেমা। সেই বিশ্ব ইজতেমায় যাতে কোন ধর্মপ্রাণ মুসলমান না যেতে পারেন তাই
তারা আন্দোলনের নামে অবরোধ কর্মসূচি দিয়েছেন। খালেদা জিয়ার প্রতি আমার
বিশেষ অনুরোধ আগামী ৯ই জানুয়ারি থেকে ধর্মপ্রাণ মুসলমানদের বিশ্ব ইজতেমা
শুরু হবে। এ ইজতেমায় বিশ্বের বিভিন্ন দেশের মুসল্লিরা আসবেন। তাদের কথা
চিন্তাভাবনা করে অবরোধ প্রত্যাহার করুন। তা না হলে আগামীতে দেশের মানুষ
আপনাকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে। অবরোধবিরোধী অবস্থানে আরও উপস্থিত ছিলেন
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, রেলমন্ত্রী
মুজিবুল হক, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য এ কে এম এনামুল হক শামীম, সাবেক
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, ঢাকা মহানগর আওয়ামী লীগের
ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, প্রচার ও
প্রকাশনা সম্পাদক আবদুল হক সবুজ, দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম মিলন,
কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাওসার, সাধারণ
সম্পাদক পঙ্কজ দেবনাথ প্রমুখ।
No comments