যথাযথ তদন্ত ও দায়ীদের বিচার চাইলেন গিবসন
সাবেক
পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমানের ওপর আক্রমণে উদ্বিগ্ন বৃটেন। দেশটির
ঢাকাস্থ হাইকমিশনার রবার্ট গিবসন গতকাল এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করেন।
বিবৃতিতে ঘটনার তদন্ত এবং দায়ীদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়ে বৃটিশ
দূত সহিংসতায় যুক্ত সকল পক্ষকে সংযত থাকা, পরিমিতিবোধের চর্চা, আইনের
শাসনের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের আহ্বান জানান। বিবৃতিতে সহিংসতা বন্ধে
রাজনৈতিক সংলাপ শুরুর তাগিদ পুনর্ব্যক্ত করা হয়। পেশাদার কূটনীতিক থেকে
রাজনীতিতে আসা রিয়াজ রহমান গত মঙ্গলবার রাতে বাসায় ফেরার পথে কূটনৈতিক জোন
খ্যাত গুলশানে অস্ত্রধারীদের আক্রমণের শিকার হন। তাকে গুলি করে গাড়িতে
অগ্নিসংযোগ করে অজ্ঞাত সন্ত্রাসীরা। ওই ঘটনায় কূটনৈতিক অঙ্গনে তীব্র
প্রতিক্রিয়া হয়। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ওয়াশিংটন
থেকে সরাসরি এক বিবৃতিতে বর্বরোচিত এ হামলার নিন্দা জানায়। গতকাল দুপুরে
ইউরোপের ২৮ রাষ্ট্রের জোট ইইউ’র ঢাকাস্থ প্রতিনিধিরা সরকারের
পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে দেখা করে তাদের উদ্বেগ তুলে
ধরেন। ওই জোটের সদস্য রাষ্ট্রগুলোর ঢাকাস্থ দূতদের সঙ্গে বৃটিশ
হাইকমিশনারও সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন। মন্ত্রী বরাবর সম্মিলিত উদ্বেগ
জানানোর পরও বৃটিশ হাইকমিশনের তরফে স্বতন্ত্র এ বিবৃতি দেয়া হয়। সেখানে
রংপুরে বাসে অগ্নিসংযোগের ঘটনায় কয়েক যাত্রীর মর্মান্তিক মৃত্যুসহ
দেশব্যাপী চলমান সহিংসতায় বৃটেন যে উদ্বিগ্ন সেটি উল্লেখ করেন দেশটির
হাইকমিশনার। বলেন, আমি সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমানের ওপর
আক্রমণের ঘটনায় নিন্দা জানাচ্ছি। রংপুরে বাসে আক্রমণের ফলে প্রাণহানি ও আহত
হওয়ার সংবাদে গভীরভাবে দুঃখপ্রকাশ করছি। এসব ঘটনায় ক্ষতিগ্রস্ত মানুষ এবং
তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। সেখানে সংঘটিত অপরাধগুলোর
যথাযথ তদন্ত এবং দায়ীদের বিচারের আওতায় আনার আহ্বান জানাই।
No comments