খালেদা জিয়া ১২ দিন ধরে অবরুদ্ধ
গুলশানের
নিজ কার্যালয়ে ১২ দিনের মতো অবরুদ্ধ রয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা
জিয়া। বুধবারও সেখানে গিয়ে দেখা যায়, কার্যালয়ের মূল ফটকের এক পাশে রাখা
আছে পুলিশের দুটি পিকআপ ভ্যান ও অন্য পাশে একটি জল-কামান। গেটের সামনে দুই
স্তরে রয়েছে পুলিশি নিরাপত্তা। আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর কড়াকড়ির কারণে
৮৬ নম্বর সড়ক দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। বুধবার বেলা সাড়ে ১২টায়
মহিলা দলের সহ-সভাপতি ডা. নূরজাহান মাহবুবের নেতৃত্বে একটি প্রতিনিধি দল
রান্না করা খাবার নিয়ে দেখা করতে আসেন খালেদা জিয়ার সঙ্গে। এ সময় অন্যদের
মধ্যে ছিলেন- মহিলা দলের নেত্রী মনি বেগম, শামসুন নাহার, সাজেদা আলী হেলেন,
শিরীন জাহান এবং রোকেয়া সুলতানা। সাক্ষাৎ শেষে কার্যালয়ের বাইরে অপেক্ষমাণ
সাংবাদিকদের তারা বলেন, গণতন্ত্র ও ভোটের অধিকার আদায়ে যে আন্দোলন-সংগ্রাম
চলছে সে দাবি অাদায় না হওয়া পর্যন্ত দেশবাসীকে সংগ্রাম চালিয়ে যাওয়ার
আহ্বান জানিয়েছেন খালেদা জিয়া। এরপর বেলা ১টা ২০ মিনিটে খাবার নিয়ে খালেদা
জিয়ার সঙ্গে দেখা করতে যান বিএনপির নির্বাহী কমিটির সদস্য মেহেরুন্নেসা হক,
নারী নেত্রী সুরাইয়া বেগম, আসমা আরেফিন, হুসনে আরা চৌধুরী এবং মরিয়ম বেগম।
আসমা আরেফিন সাংবাদিকদের বলেন, যতদিন শেখ হাসিনা ক্ষমতায় থাকবে ততদিন
পর্যন্ত খালেদা জিয়া অবরোধ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। ম্যাডামের
মনোবল এখনও দৃঢ় আছে বলে তিনি জানান।
No comments