কাপুরুষোচিত হামলায় যুক্তরাষ্ট্র হতাশ ও মর্মাহত
বিএনপি
চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী
রিয়াজ রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র।
একই সঙ্গে মানুষ যাতে মুক্তভাবে শান্তিপূর্ণ উপায়ে তাদের রাজনৈতিক মতপ্রকাশ
করতে পারে- এমন পরিবেশ নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান
জানিয়েছেন তারা। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি মুখপাত্র
মেরি হার্ফ এক বিবৃতিতে এ আহ্বান জানিয়েছেন। বিবৃতিটি প্রকাশিত হয়েছে
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে। এতে রিয়াজ রহমানের দ্রুত আরোগ্য কামনা
করা হয়েছে। মেরি হার্ফ বিবৃতিতে বলেন, বাংলাদেশের সাবেক পররাষ্ট্র
প্রতিমন্ত্রী রিয়াজ রহমানের ওপর হামলায় যুক্তরাষ্ট্র হতাশ ও মর্মাহত। আমরা
তার দ্রুত আরোগ্য কামনা করি। গণতান্ত্রিক বাংলাদেশে এমন নিষ্ঠুরতা ও
কাপুরুষোচিত হামলাকে বৈধতা দেয়ার কিছু নেই। রাজনৈতিক বিরোধে সহিংসতার
ব্যবহারকে আমরা নিন্দা জানাই। এসব হামলার তদন্ত করে যারা এর জন্য দায়ী
তাদের ধরে বিচারের মুখোমুখি করতে আমরা আহ্বান জানাচ্ছি বাংলাদেশ সরকারের
প্রতি। একই সঙ্গে আমরা সব পক্ষকে সহিংসতা পরিহার করার আহ্বান জানাই।
সহিংসতা ও ভীতি প্রদর্শন থেকে বিরত থাকতে আহ্বান জানাই সব পক্ষের প্রতি।
মানুষ যাতে শান্তিপূর্ণভাবে তাদের রাজনৈতিক অধিকার অবাধে চর্চা করতে পারে
তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানাই আমরা।
No comments