বিদায়ী প্রধান বিচারপতিকে সংবর্ধনা দেবে না আইনজীবী সমিতি
বিদায়ী
প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনকে কোন সংবর্ধনা দেবে না সুপ্রিম
কোর্ট আইনজীবী সমিতি। গতকাল সমিতির এক সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তবে নবনিযুক্ত প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (এস কে সিনহা)কে
সংবর্ধনা দেয়া হবে। প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের শেষ কর্মদিবস
আজ। শুক্রবার তিনি অবসরে যাবেন। শনিবার প্রধান বিচারপতি হিসেবে শপথ নিবেন
বিচারপতি এস কে সিনহা। বিদায়ী ও নবনিযুক্ত প্রধান বিচারপতিকে সংবর্ধনা
দেয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিতে আইনজীবী সমিতির সাধারণ সভায় সভাপতিত্ব করেন
সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন। সমিতি ভবনের দক্ষিণ হলে এ সভায়
আইনজীবীরা বিদায়ী প্রধান বিচারপতির তীব্র সমালোচনা করেন। পরে খন্দকার
মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, আইনজীবী সমিতির সভায় বিদায়ী প্রধান
বিচারপতিকে সংবর্ধনা না দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিচারপতি মোজাম্মেল
হোসেনকে সংবর্ধনা না দেয়ার জন্য যেসব কারণ চিহ্নিত করা হয়েছে তা হলো- বিচার
বিভাগ পৃথক্করণে বলিষ্ঠ ভূমিকা না রাখা, বেঞ্চ গঠনে সিনিয়র বিচারপতিদের
কোণঠাসা করে রাখা, আইনজীবী এম ইউ আহমেদের বিষয়ে কোন পদক্ষেপ না নেয়া, ২০১৩
সালের ২৯শে ডিসেম্বর সুপ্রিম কোর্টে আইনজীবীদের ওপর হামলার ঘটনায় কোন
পদক্ষেপ গ্রহণ না করা, আটক থাকা অবস্থায় সমিতির সভাপতি ও সম্পাদকের জামিনের
বিষয়ে পদক্ষেপ না নেয়া, নাগরিকদের মৌলিক অধিকার রক্ষায় পদক্ষেপ না নেয়া,
স্বজনপ্রীতি ও দুর্নীতির মাধ্যমে এবং মামলার সুফল পাওয়ার উদ্দেশ্যে বেঞ্চ
নির্ধারণ করা।
No comments