বিধ্বস্ত বিমানের ভয়েস রেকর্ডার উদ্ধার
ইন্দোনেশিয়ায় ডুবুরিরা সমুদ্র তলদেশ থেকে মঙ্গলবার এয়ার এশিয়ার বিধ্বস্ত বিমানের ককপিট ভয়েস রেকর্ডার উদ্ধার করেছে। ইন্দোনেশিয়ার সুরাবায়া নগরী থেকে সিঙ্গাপুরে যাওয়ার পথে জাভা সাগরে বিমানটি বিধ্বস্ত হয়। এদিকে ওই এয়ারলাইন্সের প্রধান তাদের ‘কঠিনতম সময়’ কাটিয়ে উঠার অঙ্গীকার ব্যক্ত করেছেন। বিমানটির আরেকটি ব্ল্যাকবক্স ফ্লাইট ডাটা রেকর্ডার উদ্ধারের একদিন পর এটি উদ্ধার করা হল। বিমানটি কি কারণে বিধ্বস্ত হয়েছে সে ব্যাপারে যন্ত্রটি থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে।॥ৎ ফ্লাইটটি গত ২৮ ডিসেম্বর দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়ে বিধ্বস্ত হয়।
এটি ১৬২ জন আরোহী নিয়ে ইন্দোনেশিয়ার সুরাবায়া থেকে সিঙ্গাপুরে যাচ্ছিল। বিমানটি বিধ্বস্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত মাত্র ৪৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে। উড়োজাহাজের প্রধান কাঠামোর মধ্যে আরও অনেকের লাশ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত এ কাঠামোর সন্ধান পাওয়া যায়নি। ইন্দোনেশিয়ার আবহাওয়া সংস্থা জানিয়েছে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বিমানটি বিধ্বস্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ডাটা রেকর্ডার ছাড়া এ ব্যাপারে নিশ্চিত করে বলা অসম্ভব। খারাপ আবহাওয়ার কারণে প্রায় উদ্ধার কাজ ব্যাহত হলেও ব্ল্যাকবক্সের শব্দ সংকেত চূড়ান্তভাবে শনাক্ত হওয়ায় সপ্তাহান্তে এক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়। এ অনুসন্ধান অভিযানের সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে মঙ্গলবার ককপিট ভয়েস রেকর্ডার সমুদ্র তলদেশ থেকে উদ্ধার করার খবর নিশ্চিত করেছেন। ওই কর্মকর্তা আরও জানান, ভয়েস রেকর্ডারটি নৌবাহিনীর জাহাজ বান্দা আচেহতে নেয়া হয়েছে। উল্লেখ্য, মালয়েশিয়া ভিত্তিক এয়ার এশিয়ার ১৩ বছর ধরে সফলভাবে পথ চলার ক্ষেত্রে তাদের ফ্লাইটের এটি ছিল প্রথম বড় ধরনের দুর্ঘটনা। এএফপি।
No comments