নারায়ণগঞ্জে সাত খুন: আরও ৩ র্যাব সদস্য গ্রেপ্তার
নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও তিন র্যাব সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাব সদস্য হাবিলদার আবুল কালাম আজাদ, নাসির উদ্দিন এবং বজলুরকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। পরে তাদের ১০ দিনের রিমান্ড চেয়ে নারায়ণগঞ্জের আদালতে হাজির করা হয়। আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাত জনতে গত ২৭শে এপ্রিল অপহরণ করা হয়। তিন দিন পর শীতলক্ষ্যা নদীতে তাদের লাশ ভেসে ওঠে। এরপর র্যাব-১১ এর কর্মকর্তাদের বিরুদ্ধে ছয় কোটি টাকার বিনিময়ে কিলিং মিশনে অংশ নেয়ার অভিযোগ করেন নজরুল ইসলামের শশ্বুর শহীদুল ইসলাম। ৫ই মে বিচারপতি মো. রেজাউল হক এবং বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের হাইকোর্ট বেঞ্চে স্বপ্রণোদিত হয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে সাত সদস্যের কমিটি গঠন করে পুরো ঘটনার তদন্তের নির্দেশ দেয়। হাইকোর্টের নির্দেশে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহজাহান আলী মোল্লাকে চেয়ারম্যান করে সাত সদস্যের কমিটি হয়। অন্যদিকে, সেভেন মার্ডারে র্যাবের জড়িত থাকার অভিযোগ উঠার পর র্যাব-১১ এর সাবেক তিন কর্মকর্তা লে. কর্ণেল তারিক সাইদ মাহমুদ, মেজর আরিফ ও লে. কমান্ডার রানাকে অবসরে পাঠানো হয়। পরে হাইকোর্টের আরেকটি বেঞ্চের নির্দেশে তাদের গ্রেপ্তার করা হয়। তারা এরই মধ্যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
No comments