পরনে শর্ট স্কার্ট: অভিনেত্রী গওহর খানকে যুবকের চড়
‘অপরাধ’ পরনে শর্ট স্কার্ট! মডেল- অভিনেত্রী গওহর খানকে সেই আক্রোশে চড় মারল এক উন্মত্ত যুবক। রবিবার গুরগাঁওতে একটি সিংগিং রিয়েলিটি শোতে গওহরকে চড় মারে দর্শক আসনে উপস্থিত ২৪ বছরের এক যুবক। অভিযুক্ত আকিল মালিককে আটক করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত পুলিশকে জানিয়েছে গওহরকে শর্ট স্কার্টে দেখে সে মাথা ঠিক রাখতে পাড়েনি। ‘ইন্ডিয়াস স্টার’ নামক ওই রিয়েলিটি শোয়ের ফাইনাল এপিসোডে এই চমকে দেয়া ঘটনাটি ঘটেছে। গওহর ওই শো-টির সঞ্চালিকা ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ওই যুবক দর্শকাসনে বসে গওহরকে টিটকিরি মারতে শুরু করে। গওহর তৎক্ষাণাৎ তার প্রতিবাদ করলে দু’জনের মধ্যে বচসা শুরু হয়। হঠাৎ করেই ওই যুবক গওহরকে সপাটে চড় কষায়। উত্তেজনা এর পর তীব্র হয়। রিয়েলিটি শোটির এক প্রতিযোগী ও প্রোডাকশনের এক ব্যক্তি রেগে গিয়ে ওই যুবককে পেটাতে শুরু করেন। নিরাপত্তারক্ষীরা কোনও রকমে পরিস্থিতি সামাল দেন ও অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেন। পরে অভিযুক্ত যুবককে মেডিক্যাল পরীক্ষার জন্য পাঠানো হয়। সূত্রে খবর সেই সময় স্টুডিওতে ২,৫০০ জনেরও বেশি দর্শক উপস্থিত ছিলেন। ছিলেন ২৫০ জন বাউন্সারও। তার মধ্যেই ওই যুবক গওহরে সঙ্গে ঝগড়া শুরু করেন। তাকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হলে সে কোনও রকম পালিয়ে স্টেজে উঠে গওহরকে চর মারেন। আচমকা আক্রমণে রাগে ক্ষোভে কেঁদে ফেলেন গওহর। সঙ্গে সঙ্গে শ্যুটিং বন্ধ করে দেয়া হয়। এক ঘণ্টা পরে ফের শুরু হয় শো।
No comments