মেসি-নেইমারের নাটক!
এক ম্যাচে নাটক দেখালেন বার্সেলোনার দুই তারকা লিওনেল মেসি ও নেইমার। স্প্যানিশ লা-লিগায় রোববার ভ্যালেন্সিয়ার মাঠে সফর করে বার্সেলোনা। ম্যাচের ২০তম মিনিটে ভ্যালেন্সিয়ার আর্জেন্টাইন ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি ব্রাজিলের স্ট্রাইকার নেইমারকে নিজেদের বিপদসীমায় আঘাত করেন। এতে নেইমার পড়ে যান। কিন্তু এতো অল্প আঘাতে পড়ে যাওয়ায় নেইমারের ওপর ক্ষুব্ধ হন ওতামেন্দি। মাটিতে বসে থাকা নেইমারের কাছে গিয়ে নিচু হয়ে তিনি কিছু একটা বলতে যান। এ সময় তিনি নেইমারের মাথার পেছনে হাত দিয়ে নিজের মাথা তার মাথার কাছে নেন। ঠিক এই মুহূর্তে হঠাৎ করে নেইমার ওতামেন্দির মাথায় কপাল দিয়ে ঢুস দেন। এতে ওতামেন্দি মাটিতে পড়ে যান। বেঁধে যায় দু’দলের খেলোয়াড়দের মধ্যে কথাকাটাকাটি। নেইমারের ওই কা- স্পানিয়ার্ড রেফারি ডেভিড ফার্নান্দেসের দৃষ্টি এড়িয়ে যায়। এতে দু’জনই কার্ডের দেখার হাত থেকে বেঁচে যান। কিন্তু বিতর্কে জড়িয়ে পড়ায় এ সময় হলুদ কার্ড দেখানো হয় বার্সেলোনার জেরার্ড পিকে ও ভ্যালেন্সিয়ার অ্যান্তোনিও বারাগানকে। দ্বিতীয় নাটকের জন্ম দেন মেসি। ম্যাচের ইনজুরি টাইমের চতুর্থ মিনেটে শেষ বাঁশি বাজার ২০ সেকেন্ড আগে নাটকীয় গোলে বার্সেলোনাকে এগিয়ে দেন সার্জিও বুসকেটস। এ সময় সফরকারী বার্সেলোনার খেলোয়াড়রা উল্লাসে মাতেন। হঠাৎ গ্যালারি থেকে একটি প্লাস্টকের বোতল উড়ে গিয়ে মেসির মাথায় লাগে। এতে মেসি মাটিতে লুটিয়ে পড়েন। মাথায় আঘাত লাগার জায়গা হাত চেপে ধরে বার্সেলোনার খেলোয়াড়রা মেসিকে রেফারির সামনে যান। কিন্তু রেফারির কাছে আঘাতটা খুব গুরুতর মনে হয়নি। সময় নষ্ট করতেই মেসি এমনটা করছেন বলে মনে করেন রেফারি। তাই তিনি বারবার খেলায় ফিরতে বলেন। কিন্তু তারপর বিলম্ব করায় মেসিকে হলুদ কার্ড দেখান স্পানিয়ার্ড রেফারি ডেভিড ফার্নান্দেস। এই দু’ঘটনাকেই বৃটিশ সংবাদমাধ্যম ‘গোল ডট কম’ ও ‘ডেইলি মেইল’ নাটক হিসেবে অভিহিত করেছে।
No comments