অপহৃত জেনারেলকে মুক্তি দিল ফার্ক
অপহরণের দুসপ্তাহ পর কলম্বিয়ান
সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তা জেনারেল রুবেন দারিও অ্যালজেতকে মুক্তি দিয়েছে
দেশটির সশস্ত্র গেরিলা সংগঠন ফার্ক। একইসঙ্গে তার দুই সহযোগীকেও মুক্তি
দেয়া হয়েছে। আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন রেডক্রসের সহযোগিতায় একটি
মানবাধিকার সংগঠনের কাছে জেনারেল রুবেন ও তার দুই সহযোগীকে হস্তান্তর করে
ফার্ক। সোমবার বিবিসি জানায়, ফার্কের কাছ থেকে মুক্তির পর জেনারেল রুবেন ও
তার দুই সহযোগীকে স্থানীয় একটি সেনাঘাঁটিতে নিয়ে যাওয়া হয়। সেখানে
প্রতিরক্ষামন্ত্রী পিঞ্জন এই রাজবন্দিদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং যাবতীয়
খোঁজখবর নেন। তারপর জেনারেল রুবেন ও তার সহযোগীরা পরিবার-পরিজনের সঙ্গে
সাক্ষাৎ করেন। গত ১৬ নভেম্বর দেশের ফার্ক অধ্যুষিত একটি প্রত্যন্ত অঞ্চল
থেকে জেনারেল রুবেন ও তার সহযোগীদের অপহরণ করে গেরিলা সংগঠনটি। এর জেরে
ফার্কের প্রতিনিধি দলের সঙ্গে কিউবা ও নরওয়েতে চলমান সমঝোতা সংলাপ স্থগিত
করে দেশটির সরকার। সশস্ত্র বাহিনীর শীর্ষ পরিষদের সঙ্গে বৈঠক করে সেসময়
প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল সান্তোস সেনা কর্মকর্তা জেনারেল রুবেনকে অক্ষত
ফেরত দেয়ার হুশিয়ারি দেন। তবে, শেষ পর্যন্ত মানবাধিকার সংগঠনগুলোর
সহযোগিতায় জেনারেল রুবেন ও তার সহযোগীরা মুক্তি পাওয়ায় স্বস্তি প্রকাশ
করেছেন প্রেসিডেন্ট। তিনি বলেন, দেশের সন্তানদের এই মুক্তিতে ফার্কের সঙ্গে
সমঝোতা সংলাপ শুরু করার পরিবেশ সৃষ্টিতে সহায়তা করবে। ৫০ বছর ধরে
প্রাণঘাতী লড়াইয়ের পর ২০১২ সালে সমঝোতায় রাজি হয় ফার্ক ও সরকার। সে বছরের
১৮ অক্টোবর নরওয়ের রাজধানী অসলোয় দুপক্ষের মধ্যে আলোচনা শুরু হয়। শান্তি
প্রতিষ্ঠার লক্ষ্যে দুবছর ধরে আলোচনা চালিয়ে যাচ্ছিল সরকার ও ফার্কের
প্রতিনিধি দল।
No comments