চিকিৎসা নিতে হাসপাতালে সাঈদী
মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদ- প্রাপ্ত জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নেয়া হয়েছে। আজ সকালে তাকে সেখানে ভর্তি করা হয়। তিনি কোমর ও হাঁটুর ব্যথায় ভুগছেন বলে জানিয়েছেন চিকিৎসকেরা। এর আগে গতকাল সোমবার গাজীপুরের কাশিমপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগার-১ থেকে সাঈদীকে অসুস্থতার কারণে ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। সেখান থেকে আজ তাকে বিএসএমএমইউতে নেয়া হল। গত বছরের ২৮শে ফেব্রুয়ারি ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদ-াদেশ দেয়। ২৮শে মার্চ ওই রায়ের বিরুদ্ধে আপিল করেন রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষ। আপিলের রায়ে তাকে সাজা কমিয়ে আমৃত্যু কারাদ- দেয়া হয়।
No comments