দেশের বাইরের লীগ খেলতে পারবেন সাকিব
সাকিব আল হাসানের উপর থেকে দেশের বাইরের লীগে খেলার নিষেধাজ্ঞা প্রত্যার করা হয়েছে। আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডর (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বিষয়টি নিশ্চিত করেন। এরআগে আচরণগত সমস্যার কারণে তাকে সবধরনের ক্রিকেট থেকে ছয় মাস ও দেশের বাইরে লীগে খেলার ক্ষেত্রে ১ বছরের নিষেধাজ্ঞা জারি করা হয় সাকিবের উপর। পরবর্তীতে ৬ মাসের নিষেদ্ধাজ্ঞা কমিয়ে ৩ মাস করা হয়। তবে দেশের বাইরে খেলার নিষেধাজ্ঞা বহাল রেখেছিল বিসিবি। অবশেষে সাকিব আল হাসানের জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে ও মাঠের বাইরের পারফরমেন্স বিবেচনায় দুপুরে তার দেশের বাইরের লীগে খেলার নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। এই প্রত্যাহারে আইপিএল, বিগ ব্যাশ ও সিপিএলে খেলতে কোন বাধা রইল না সাকিবের।
No comments