বার্গম্যানের ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৭ দিনের জেল
আদালত অবমাননার অভিযোগে ইংরেজি দৈনিক নিউএজের বিশেষ প্রতিবেদন বিষয়ক সম্পাদক বৃটিশ নাগরিক ডেভিড বার্গম্যানকে দোষী সাব্যস্ত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এজন্য তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ টাকা অনাদায়ে তাকে সাত দিনের কারাদণ্ড ভোগ করতে হবে। এছাড়া, মঙ্গলবার ট্রাইব্যুনালের কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত তাকে এজলাস কক্ষে অবস্থান করার নির্দেশ দেয়া হয়। বিচারপতি এম ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেয়। মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার কার্যক্রম নিয়ে নিজ ব্লগের লেখায় ডেভিড বার্গম্যান আদালত অবমাননা করেছেন দাবি করে আইনজীবী আবুল কালাম আজাদের দায়ের করা আবেদন চূড়ান্ত নিষ্পত্তিতে এ রায় এলো।
No comments