সাগর-রুনি হত্যা মামলা: তানভীরের জামিন
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার আসামি তানভীর রহমানের জামিন মঞ্জুর করেছে হাইকোর্ট। বিচারপতি মো. নিজামুল হক ও বিচারপতি নূরুল হক জায়গীরদারের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এ জামিন মঞ্জুর করে। ২০১২ সালের ১১ই ফেব্রুয়ারি রাজধানীর রাজাবাজারের নিজ বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মেহেরুন রুনি। এ ঘটনায় পরদিন শেরে বাংলা নগর থানায় মামলা করেন রুনির ভাই নওশের আলম। এ হত্যা মামলার তদন্ত শুরু করেছিল গোয়েন্দা পুলিশ। পরে হাইকোর্টের নির্দেশে তদন্তভার র্যাবের কাছে হস্তান্তর করা হয়।
No comments