রোজায় অমুসলিমদের প্রকাশ্যে পানাহার নিষিদ্ধ সৌদিতে
রমজান মাসে অমুসলিম বিদেশি নাগরিকদের
জনসম্মুখে পানাহার নিষিদ্ধ করেছে সৌদি আরব সরকার। দেশটির সরকার জানিয়েছে,
কেউ এর ব্যত্যয় ঘটালে তাকে দেশ থেকে বের করে দেওয়া হবে। গতকাল মঙ্গলবার
স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ কথা জানায়।
আজ বুধবার থেকে রমজান মাস শুরু হচ্ছে সৌদিতে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, 'রমজান মাসে অমুসলিম বিদেশি নাগরিকরা জনসম্মুখে কোনো অবস্থাতেই খাবার, পানীয় কিংবা ধূমপান করতে পারবে না। রমজানের প্রতি শ্রদ্ধা দেখাতে তাদের এ নিয়ম মানতে হবে।' বিবৃতিতে আরো বলা হয়, কারো বিরুদ্ধে নিয়ম ভঙ্গের প্রমাণ মিললে তাঁর কাজের সুবিধা বাতিল করা হতে পারে। এমনকি সৌদি আরব থেকে বহিষ্কারও করা হতে পারে। এ বিধান দেশটির বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত বিদেশি কর্মচারীদের জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
সৌদি আরবে ইসলামী শরিয়া আইন কঠোরভাবে মেনে চলা হয়। দেশটিতে বর্তমানে ৮০ লাখ অভিবাসী আছে। এদের মধ্যে অনেকে অমুসলিম।
সূত্র : এএফপি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, 'রমজান মাসে অমুসলিম বিদেশি নাগরিকরা জনসম্মুখে কোনো অবস্থাতেই খাবার, পানীয় কিংবা ধূমপান করতে পারবে না। রমজানের প্রতি শ্রদ্ধা দেখাতে তাদের এ নিয়ম মানতে হবে।' বিবৃতিতে আরো বলা হয়, কারো বিরুদ্ধে নিয়ম ভঙ্গের প্রমাণ মিললে তাঁর কাজের সুবিধা বাতিল করা হতে পারে। এমনকি সৌদি আরব থেকে বহিষ্কারও করা হতে পারে। এ বিধান দেশটির বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত বিদেশি কর্মচারীদের জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
সৌদি আরবে ইসলামী শরিয়া আইন কঠোরভাবে মেনে চলা হয়। দেশটিতে বর্তমানে ৮০ লাখ অভিবাসী আছে। এদের মধ্যে অনেকে অমুসলিম।
সূত্র : এএফপি।
No comments