ম্যান্ডেলার অবস্থা স্থিতিশীল, জানালেন জ্যাকব জুমা
দক্ষিণ
আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেতা ও প্রথম কৃষ্ণাঙ্গ
প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার শারীরিক অবস্থা এখনো আশঙ্কাজনক, তবে
স্থিতিশীল রয়েছে। গতকাল মঙ্গলবার দেশটির বর্তমান প্রেসিডেন্ট জ্যাকব জুমার
দপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। প্রেসিডেন্টের দপ্তর
থেকে পাঠানো ওই বিবৃতিতে জানানো হয়েছে, ম্যান্ডেলার প্রতি সমর্থন জানিয়ে
যাঁরা দেশ ও দেশের বাইরে থেকে বার্তা পাঠিয়েছেন, সহমর্মিতা প্রকাশ করেছেন,
প্রেসিডেন্ট জুমা তাঁদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছেন। ম্যান্ডেলাকে
হাসপাতালে লাইফ সাপোর্ট দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে। তবে তিনি জীবন-মৃত্যুর
সন্ধিক্ষণে রয়েছেন—এমন খবর নাকচ করে দিয়েছেন জুমা। গতকাল হাসপাতালের
বাইরে প্রেসিডেন্ট জুমার বিবৃতি পড়ে পড়ে শোনানো হয়। এ সময় গত পাঁচ দিনে
ম্যান্ডেলার শারীরিক অবস্থা সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরা হয়। বিবিসি।
No comments